Published : 26 Feb 2025, 04:28 PM
এবার হঠাৎ করেই কমলো বিটকয়েনের দাম। মূল্য কমে যাওয়ার কারণে নভেম্বরের পর থেকে সর্বোচ্চ দরপতনের নতুন রেকর্ড গড়েছে বিটকয়েন। ফলে ব্যাপক মন্দা দেখা দিয়েছে ক্রিপ্টো বাজারে।
বিটকয়েনের দাম কমে যাওয়ার ফলে সাম্প্রতিক দিনগুলোতে ক্রিপ্টো বাজারের মোট মূল্য থেকে প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলার কমে গেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
মঙ্গলবার বিশ্বের শীর্ষস্থানীয় এই ক্রিপ্টোমুদ্রাটির দাম ৮৯ হাজার ডলারের নিচে নেমে আসে। কেবল এক মাস আগেই মুদ্রাটির দাম পৌঁছেছিল সর্বকালের সর্বোচ্চ এক লাখ আট হাজার ডলারের ওপরে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দিনই এমন রেকর্ড গড়ে ক্রিপ্টোমুদ্রাটি। ওই সময় প্রথম ‘বিটকয়েন প্রেসিডেন্ট’ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, বিটকয়েনে সর্বশেষ এ মন্দার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকেও আংশিকভাবে দায়ী করেছেন অনেকে। কারণ প্রায় এক মাস ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পরও ক্রিপ্টোমুদ্রায় নিজের কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি তিনি।
“যুক্তরাষ্ট্রে নতুন ট্রাম্প প্রশাসন ক্রিপ্টোপন্থী অবস্থানে সোচ্চার হলেও এ খাতটি এখনও স্ট্র্যাটেজিক রিজার্ভের মতো পদক্ষেপের আকারে বাস্তব উপায়ে প্রকাশের জন্য অপেক্ষা করছে বিটকয়েন,” বলেছেন ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘মার্কিউরিও’র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পেত্র কোজিয়াকভ।
এর আগে বাইবিট থেকে দেড়শ কোটি ডলারের ক্রিপ্টোমুদ্রা চুরি করেছে হ্যাকাররা, যা ইতিহাসের সবচেয়ে বড় চুরি বলে দাবি করেছিল কোম্পানিটি।
বাইবিট বলেছে, কোম্পানিটির ডিজিটাল ‘ইথেরিয়াম ওয়ালেট’ থেকে এ অর্থ চুরি করেছে হ্যাকাররা। বিটকয়েনের পরে মূল্যের দিক থেকে দ্বিতীয় বড় ক্রিপ্টোমুদ্রা ইথেরিয়াম বা ইথার।
এ ঘটনার পর শুক্রবার ইথেরিয়ামের মূল্য কমেছে প্রায় চার শতাংশ। ফলে প্রতি কয়েনের মূল্য নেমে আসে দুই হাজার ছয়শ ৪১ ডলারে।
দুবাইভিত্তিক এ কোম্পানিটি ব্যবহারকারীদের বলেছে, তাদের ক্রিপ্টোমুদ্রা ‘নিরাপদ’ রয়েছে এবং এ হ্যাকিংয়ে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেবে তারা।
এদিকে, ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে দামি ক্রিপ্টোমুদ্রা হিসেবেই রয়ে গেছে বিটকয়েন।
এমন খ্যাতির পরও এ খাতের সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, বিটকয়েনের এই সর্বশেষ দরপতনের বিষয়টি প্রমাণ করে মুদ্রাটি এখনও বিনিয়োগকারীদের কাছে ‘ডিজিটাল সোনার রূপ’ হিসাবে বিবেচিত হতে পারেনি।