Published : 04 Jun 2025, 03:11 PM
মানবজাতি আরও ভালো কিছু পাওয়ার দাবিদার বলে মন্তব্য করেছেন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপলের সাবেক ডিজাইনার হিসাবেই বেশি পরিচিত জনি আইভ।
জনি আইভ বলেছেন, তার পরবর্তী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ডিভাইস হবে এমন এক অনুভূতিচালিত, যা “মানবজাতি আরও ভালো কিছু পাওয়ার দাবিদার” এই বিশ্বাসকে সমর্থন করবে। আধুনিক প্রযুক্তির কিছু নেতিবাচক দিকের জন্য তিনি নিজেও কিছুটা দায়বদ্ধতা অনুভব করেন বলে স্বীকার করেছেন স্যার জনি।
তিনি আরও বলেছেন, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে নতুন এই পার্টনারশিপ প্রযুক্তি নিয়ে তার আশাবাদকে আবারও জাগিয়ে তুলছে। কারণ, এখন অনেকেই স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন।
লন্ডনে জন্ম নেওয়া আইভ ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ওপেনএআইয়ের সঙ্গে যে ডিভাইসটি তৈরি করছেন তার বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না তিনি।
তবে আইভ ইঙ্গিত দিয়েছেন, কিছু প্রযুক্তি পণ্যের সঙ্গে মানুষের বর্তমান সম্পর্ক নিয়ে অস্বস্তি বোধ করেন আইভ।
“আমাদের অনেকেই বলবে এই মুহূর্তে প্রযুক্তির সঙ্গে আমাদের সম্পর্কটা একটু অস্বস্তিকর।”
আইভ আরও বলেছেন, তাদের নতুন ডিভাইসের ডিজাইন এমন চিন্তা থেকে তৈরি হবে, যে “আমাদের আরও ভালো কিছু পাওয়া উচিৎ। মানবজাতি আরও ভালো কিছু পাওয়ার দাবিদার, এই বিশ্বাস থেকে।”
তবে অ্যাপলের সাবেক প্রধান ডিজাইন অফিসার আইভ বলেছেন, আধুনিক প্রযুক্তিপণ্যের নেতিবাচক প্রভাবের কারণে তিনি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করেন।
“এই নেতিবাচক কিছু দিক ইচ্ছাকৃত না হলেও আমি এখনও নিজেকে কিছুটা দায়ী মনে করি। আর সেই দায়বোধ থেকেই আমার ভেতরে কাজ করছে, মানুষের উপকারে আসার দৃঢ় ইচ্ছা।
“আপনি যখন নতুন কিছু তৈরি বা উদ্ভাবন করবেন তখন কিছু অপ্রত্যাশিত ফলাফল হবেই, যেমন– এর কিছু দারুণ হবে, আবার কিছু খারাপও হতে পারে।”
গত মাসে নিজের হার্ডওয়্যার স্টার্টআপ ‘লাভফ্রম’-এর একটি অংশ ‘আইও’ ওপেনএআইয়ের কাছে ছয়শ ৪০ কোটি ডলারে বিক্রি করেছেন আইভ। এ চুক্তির পর এসব একীভূত কোম্পানির সৃজনশীলতা ও ডিজাইনের দায়িত্ব নিয়েছেন তিনি।
চুক্তির ঘোষণার এক ভিডিওতে আইভের তৈরি এক প্রোটোটাইপকে “বিশ্বের এখন পর্যন্ত দেখা সেরা প্রযুক্তি” হিসেবে বর্ণনা করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
অ্যাপলের বিশ্লেষক মিং-চি কুয়ো বলেছেন, এ ডিভাইসটিতে কোনো স্ক্রিন থাকবে না ও এটিকে গলায় ঝুলিয়ে রাখা যাবে এবং “আইপড শাফলের-এর মতো ছোট ও সুন্দর ডিজাইনের” হবে। ব্যাপকহারে ডিভাইসটির উৎপাদন ২০২৭ সালে শুরু হতে পারে।
১৯৯২ সালে অ্যাপলে যোগ দিয়েছিলেন আইভ। অ্যাপলে থাকা অবস্থায় তিনি আইম্যাক, আইপড, আইফোন ও আইপ্যাডসহ যুগ পাল্টে দেওয়া নানা ডিভাইসের নকশা করেছেন। এক পর্যায়ে অ্যাপলের বিভিন্ন অপারেটিং সিস্টেমের ভিজুয়াল নকশাও তিনি ঠিক করে দিয়েছেন।
আইভ বলেছেন, ওপেনএআইয়ের সঙ্গে পার্টনারশিপ প্রযুক্তির সক্ষমতা সম্পর্কে তাকে আবারও আশাবাদী করে তুলেছে। কারণ তার ধারণা ছিল, এ সক্ষমতা হারিয়ে ফেলেছে সিলিকন ভ্যালি।
“আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন আমার মনে হয়েছে এখানে এমন মানুষজন রয়েছেন যারা সত্যিকার অর্থেই বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্য মানবজাতির সেবা করা, মানুষকে অনুপ্রাণিত করা ও উদ্ভাবনে সাহায্য করা। তবে এ মুহূর্তে এ জায়গাটি সম্পর্কে আমার তেমন কোনও অনুভূতি নেই।”