Published : 13 Jun 2025, 03:08 PM
বছরের শেষনাগাদ আসছে আইওএস ২৬। ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে সোমবার অ্যাপল তাদের নতুন অপারেটিং সিস্টেমে আসা বিভিন্ন উল্লেখযোগ্য ফিচারের ঘোষণা দিয়েছে।
টেকক্রাঞ্চের এক প্রতিবেদন বলছে, নতুন এই আপডেটে আইফোন ব্যবহারকারীদের জন্য কল স্ক্রিনিং, রিয়েলটাইম অনুবাদ, ডিজিটাল আইডি, উন্নত ম্যাপ ও মেসেজিংসহ বিভিন্ন সুবিধা এসেছে।
ফোন ও মেসেজ
আইওএস ২৬-এ যুক্ত হচ্ছে ‘কল স্ক্রিনিং’ ফিচার, যা অপরিচিত নম্বর থেকে কল এলে তা নীরবে গ্রহণ করে কলারের নাম ও কলের উদ্দেশ্য জানতে পারবে। তারপর ব্যবহারকারী সিদ্ধান্ত নিতে পারবেন কলটি তিনি রিসিভ করবেন কি না।
মেসেজ অ্যাপে অপরিচিত প্রেরকের মেসেজ আলাদা ফোল্ডারে যাবে, যেখানে আপনি নম্বর যাচাই করে মেসেজ গ্রহণ বা মুছে ফেলতে পারবেন।
এ ছাড়া মেসেজিংয়ে আসছে ‘লাইভ ট্রান্সলেশন’। এতে আপনি কোনো ভাষায় বার্তা লিখলে তা রিয়েল টাইমে অনুবাদ হয়ে পাঠানো যাবে। উত্তর আসার পর সেগুলোরও অনুবাদ আপনার পছন্দের ভাষায় দেখাবে।
অ্যাপল মিউজিক
অ্যাপল মিউজিকে আসছে ‘লিরিকস ট্রান্সলেশন’ ও ‘প্রোনাউন্সিয়েশন’ ফিচার। এতে বিভিন্ন ভাষার গানের অনুবাদ ও ফনেটিক উচ্চারণ দেখে গান গাইতে পারবেন।
এ ছাড়া ব্যবহারকারীরা তাদের পছন্দের গান লাইব্রেরির ওপরে পিন করে রাখতে পারবেন পরে সহজ পাওয়ার জন্য।
অ্যাপল ম্যাপস
অ্যাপল ম্যাপস এখন যথেষ্টই বুদ্ধিমান। আপনি বাসা বা অফিসে যাওয়ার জন্য কোন রুট বেশি ব্যবহার করেন, তা শনাক্ত করে আগেভাগেই বিকল্প রুট বা দেরির নোটিফিকেশন দেবে।
নতুন ‘ভিজিটেড প্লেস’ ফিচারে আপনি কোথায় গেছেন, তা ম্যাপে সংরক্ষণ করে রাখা যাবে। রেস্টুরেন্ট বা শপে গেলেই ফোন তা শনাক্ত করতে পারবে। অ্যাপল জানিয়েছে, এই ডেটা সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড এবং এতে কোম্পানির এক্সেস নেই।
অ্যাপল ওয়ালেট
অ্যাপল ওয়ালেটে যুক্ত হচ্ছে ‘ডিজিটাল আইডি’ ফিচার, যেখানে আপনি পাসপোর্টের একটি ডিজিটাল সংস্করণ সংরক্ষণ করতে পারবেন। এটি টিএসএ চেকপয়েন্ট বা বয়স যাচাইয়ের অ্যাপে ব্যবহারের জন্য।
বোর্ডিং পাস ফিচারও হালনাগাদ হয়েছে, এখন আপনি ফ্লাইট সংক্রান্ত লাইভ আপডেট পাবেন, গন্তব্য এয়ারপোর্টে যাওয়ার ম্যাপ, হারানো লাগেজ ট্র্যাকিং, এবং সিট আপগ্রেডের সুযোগ পাবেন ওয়ালেট থেকেই।
ফেইসটাইম
ফেইসটাইমে ‘লাইভ ট্রান্সলেশন’ যুক্ত হচ্ছে, যেখানে ভিডিও কলে আলাদা ভাষায় কথা বললেও স্ক্রিনে অনুবাদিত সাবটাইটেল দেখতে পারবেন।
ফটোস অ্যান্ড ক্যামেরা
ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী ফটোস অ্যাপে ‘ট্যাবড ইন্টারফেইস’ ফিরে আসছে। ‘কালেকশন’ ট্যাবে প্রিয় ছবি, অ্যালবাম ও সার্চ ফিচার থাকবে। ‘লাইব্রেরি’ ট্যাবে সম্প্রতিক ছবি স্ক্রল করা সহজ হবে।
ক্যামেরা অ্যাপে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত দুইটি মোড, ছবি ও ভিডিও, মূল স্ক্রিনে থাকবে। বাকি মোডগুলো বাম বা ডানে সোয়াইপ করলেই দেখা যাবে।
নিচ থেকে সোয়াইপ করে ফ্ল্যাশ, টাইমার, অ্যাপারচার ও রেজুলিউশন পরিবর্তনের সেটিং বদলানো যাবে।
অ্যাপল পডকাস্ট
অ্যাপল পডকাস্টে এখন আপনি প্লেব্যাক স্পিড ০.৫x থেকে ৩x পর্যন্ত কাস্টমাইজ করতে পারবেন। সঙ্গে ‘এনহ্যান্স ডায়লগ’ ফিচার থাকবে, যা মেশিন লার্নিং ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড শব্দের মধ্যে বক্তার কথা স্পষ্ট করে তুলবে।
ইমেজ প্লেগ্রাউন্ড
ইমেজ প্লেগ্রাউন্ডে চ্যাটজিপিটি যুক্ত হচ্ছে। এখন আপনি ভেক্টর আর্ট, অয়েল পেইন্টিং কিংবা নিজের কল্পনা অনুযায়ী স্টাইল বেছে নিয়ে লেখা বা ফটো বর্ণনার মাধ্যমে ইউনিক ছবি তৈরি করতে পারবেন।
এই ফিচারগুলো ধাপে ধাপে আইওএস ২৬-এ চালু হবে চলতি বছরের শেষভাগে। নতুন আপডেটের মাধ্যমে অ্যাপল আরও একধাপ এগোতে চায় প্রতিযোগী গুগল ও মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক উদ্যোগগুলোর সঙ্গে পাল্লা দিতে।