Published : 27 Aug 2024, 05:34 PM
বর্তমানে অ্যাপল ওয়াচ ও এয়ারপডস অনেকেরই দৈনন্দিন কাজের অংশ। তবে, এ দুটি গ্যাজেটের সব ফিচার উপভোগ করতে চাইলে জানতে হবে কীভাবে অ্যাপল ওয়াচের সঙ্গে এয়ারপডস সংযুক্ত করা হয়।
আইফোনের সঙ্গে সেটআপ করা হলে, অ্যাপল ওয়াচ ও এয়ারপডস স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হয়ে যাবে। কেউ চাইলে এটি নিজে থেকে আইফোন ছাড়াও করতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার।
১. অ্যাপল ওয়াচের সেটিংস অপশন চালু করুন। নিচে স্ক্রল করে ‘ব্লুটুথ’ অপশনে চাপুন। এটি বন্ধ থাকলে টগল চালু করে দিন।
২. এয়ারপডস চার্জিং কেইসের ঢাকনা খুলুন। এয়ারপডস ভেতরে রেখেই কেইসের পেছনের সেটআপ বোতাম চেপে ধরে রাখুন যতক্ষণ না সবুজ আলো সাদা হচ্ছে ও ঝলকাচ্ছে।
৩. ব্লুটুথ সেটিংস-এ ‘ডিভাইসেস’ অপশনের নিচে পেয়ার না হওয়া এয়ারপডস-এর ওপর চাপুন। এর নিচে ‘নট পেয়ারড’ লেখা থাকবে। কানেক্ট হয়ে গেলে, এয়ারপডসের নামের নিচে ‘কানেক্টেড’ লেখা উঠবে।
একবার সংযোগ দিলে কাজটি বার বার করতে হবে না। কারণ, এরপর থেকে এয়ারপডস স্বয়ংক্রিয়ভাবেই অ্যাপল ওয়াচের সঙ্গে যুক্ত হবে।