Published : 24 May 2025, 01:50 PM
প্রথমবারের মতো ইউরোপে বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি বিক্রিতে ইলন মাস্কের কোম্পানি টেসলাকে ছাড়িয়ে গিয়েছে চীনের ইভি নির্মাতা বিওয়াইডি।
‘জাটো ডায়নামিকস’-এর প্রতিবেদনে অনুসারে, টেসলার চেয়ে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে বেশি কর দিতে হয় বিওয়াইডিকে। এরপরও গত মাসে টেসলার চেয়ে বেশি ইভি বিক্রি করেছে চীনা কোম্পানিটি, যা এ অঞ্চলের গাড়ি বাজারের জন্য এক “মাইলফলক মুহূর্ত”।
অটোমোটিভ ইন্টেলিজেন্স ফার্মের নতুন গাড়ি নিবন্ধনের তথ্যে উঠে এসেছে, ইউরোপে গত বছরের তুলনায় এ বছরের এপ্রিলে বিওয়াইডি’র ইভি বিক্রি বেড়েছে ৩৫৯ শতাংশ। বিশ্বজুড়ে নিজেদের বাজার বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে তারা।
জাটো বলেছে, একই সময়ে কমতে থাকা টেসলার মাসিক ইভি বিক্রি ৪৯ শতাংশে এসে পৌঁছেছে। এ অঞ্চলে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ও কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ বা বিক্ষোভের পর এমনটি ঘটেছে। এ তথ্য ২৮টি ইউরোপীয় দেশের ওপর ভিত্তি করে তৈরি করেছে জাটো।
গত অক্টোবর থেকে ইউরোপীয় ইউনিয়ন চীনে তৈরি ইভি গাড়িতে কঠোর কর আরোপ করলেও বিওয়াইডি ইউরোপের দেশে ইভি বিক্রিতে সাফল্য পেয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
ইইউ’র এই কঠোর করের মধ্যে বিশেষ সুবিধা হয়েছে টেসলার। কারণ, চীনে তৈরি টেসলার গাড়ির ওপর ৭.৮ শতাংশ কর আরোপ করেছে কমিশন। আর বিওয়াইডি’র ওপর আরোপিত করের পরিমাণ ১৭ শতাংশ। অন্যান্য চীনা ইভি নির্মাতার ওপর প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত কর আরোপ করেছে ইইউ। ইউরোপে গাড়ি আনার জন্য অন্যদের কর দিতে হয় ১০ শতাংশ করে।
জাটো-এর গ্লোবাল গাড়ি বিশ্লেষক ফেলিপে মুনোজ বলেছেন, দুই ইলেকট্রিক গাড়ি নির্মাতার এপ্রিল মাসের বিক্রির পার্থক্য খুব বেশি নয়। তবে টেসলাকে বিওয়াইডি’র ছাড়িয়ে যাওয়ার প্রভাব “বিশাল”।
জাটো আরও বলেছে, ইউরোপের বিভিন্ন দেশে পুরনো ও পরিচিত গাড়ি ব্র্যান্ডকেও ছাড়িয়ে যাচ্ছে বিওয়াইডি। যেমন ফ্রান্সে ফিয়াট ও সিয়াট-এর চেয়ে বেশি গাড়ি বিক্রি করছে কোম্পানিটি।
মুনোজ বলেছেন, “এটা ইউরোপের গাড়ি বাজারের জন্য বড় একটি মোড়, বিশেষ করে যখন আপনে দেখছেন, বহু বছর ধরে ইউরোপের বাজারে নেতৃত্ব দিয়েছে টেসলা। আর বিওয়াইডি কেবল ২০২২ সালের শেষ দিকে নরওয়ে ও নেদারল্যান্ডসের বাইরে অফিসিয়ালি তাদের কাজ শুরু করেছে।”
বিওয়াইডি’র বিক্রি বৃদ্ধি শুরু হয়েছে হাঙ্গেরির নতুন কারখানায় উৎপাদন শুরুর আগেই, যা তাদের ইউরোপীয় উৎপাদন কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার হংকংয়ে বিওয়াইডি’র শেয়ারের দাম ৩.৯ শতাংশ বেড়েছে এবং এই বছর এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ার বেড়েছে ৭৮ শতাংশ।