Published : 02 Jun 2025, 07:13 PM
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনায় জানিয়েছেন, ইন্টারনেট সেবায় উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থ অধ্যাদেশ ২০২৫-এর আওতায় কর কাঠামোর অসামঞ্জস্য দূর করা এবং করের আওতা বাড়ানোর লক্ষ্যেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।
তবে বাজেটে ইন্টারনেট ব্যবহারে খরচ কিছুটা কমার ইঙ্গিত মিললেও, বাড়তে পারে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম ব্যবহার ব্যয়। প্রস্তাবিত বাজেটে এ ধরনের সেবার সংজ্ঞা নির্ধারণের পাশাপাশি ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
ফলে নাটক, সিনেমা বা ওয়েব সিরিজ দেখার জন্য জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে গুনতে হতে পারে অতিরিক্ত টাকা।