Published : 22 Aug 2024, 04:04 PM
ফেইসবুকের অন্যতম প্রধান কাজ মানুষের সঙ্গে বিভিন্ন কনটেন্টের সংযোগ স্থাপন করা। এসব কনটেন্ট হতে পারে লেখা, ছবি বা ভিডিও।
ফেইসবুক ফিড স্ক্রল করার সময় এমন অনেক সংবেদনশীল কনটেন্ট সামনে আসতে পারে যেগুলো কিছুটা বেমানান,বা ব্যবহারকারীর পছন্দ নয়। এ ছাড়া, কেউ দেখতে চান না এমন বিভিন্ন পোস্ট সামনে পড়তে পারে। অনেকেই জানেন না, চেষ্টা করলে ফেইসবুক ফিডের কনটেন্ট কিছুটা নিয়ন্ত্রণ করা যায়।
এ বিষয়ে নির্দেশনামূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
স্নুজ ফিচার
ফেইসবুক ফিড পরিষ্কারের প্রথম ধাপ হল দেখতে চান না এমন পোস্ট সরিয়ে ফেলা। আর এটি করার অন্যতম সহজ উপায় হল, ব্যক্তি, পেইজ অথবা গ্রুপ ‘স্নুজ’ করে ফেলা। এটি করলে ওই নির্দিষ্ট ব্যক্তি, পেইজ বা গ্রুপের পোস্ট ৩০ দিন সামনে আসবে না। কাউকে আনফলো না করে, তাদের কনটেন্ট থেকে দূরে থাকার দারুণ উপায় এটি।
কোন গ্রুপ, পেইজ বা ব্যক্তিকে স্নুজ করার জন্য মেনু অপশনে যান। এটি আইফোনে নিচের ডান কোণায় পাবেন, অ্যান্ড্রয়েড ও ফেইসবুক ওয়েবসাইটে ওপরের ডান কোণায়। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে ‘সেটিংস’ বেছে নিন। এখান থেকে ‘প্রেফারেন্সেস’ অপশনের নিচে ‘ফিড’ বেছে নিন। পরের স্ক্রিনে ‘স্নুজ’ বেছে নিন।
এরপর তালিকা থেকে যে ব্যক্তি, পেইজ বা গ্রুপ স্নুজ করতে চান তার নামের পাশে ‘স্নুজ’ অপশনে চাপুন।
আনফলো ফিচার
স্নুজ অনেক ক্ষেত্রে ভালো ফিচার হলেও, ৩০ দিন পর এর কার্যকারিতা থাকে না। ফলে একই প্রক্রিয়া আবার অনুসরণ করতে হতে পারে। কারো যদি কোনো কনটেন্ট একেবারেই না দেখতে ইচ্ছে হয়, সে ক্ষেত্রে আনফলো ফিচার ব্যবহার করতে পারেন।
আনফলো করার জন্য একইভাবে প্রেফারেন্স অপশন থেকে ফিড বেছে নিন। সেখান থেকে ‘আনফলো’ অপশন বেছে নিলে, স্নুজের মতোই তালিকা দেখা যাবে। এরপর, নামের পাশের আনফলো অপশন চাপলেই হয়ে যাবে।
নিম্ন মানের, অমৌলিক ও সংবেদনশীল পোস্ট
নিন্ম মানের, অমৌলিক ও সংবেদনশীল পোস্ট ফেইসবুক ডিফল্টভাবেই ব্যবহারকারীর ফিড থেকে সরিয়ে ফেলে। এরপরও কিছু ক্ষেত্রে এমন পোস্ট সামনে আসতে পারে। কেউ চাইলে ফেইসবুককে এমন পোস্ট সম্পূর্ণ ব্লক করার নির্দেশ দিতে পারেন।
এটি করার জন্য, সেটিংস থেকে প্রেফারেন্সেস অপশনে যান। এরপর ‘ফিড’ অপশনে চাপুন। পরের পেইজে, ‘রিডিউস’ অপশনটি বেছে নিন। প্রতিটি কনটেন্ট-এর ধরন আলাদা করে বেছে নিয়ে ‘রিডিউস মোর’ অপশনে চাপুন।
‘সাজেস্টেড ফর ইউ’ কনটেন্ট
অনেকেই নিজের ফিডে ‘সাজেস্টেড ফর ইউ’ নামের অংশে বিভিন্ন পোস্ট দেখে থাকবেন। ব্যবহারকারী কি ধরনের কনটেন্টের সঙ্গে জড়িত, নির্দিষ্ট লোকেশনের ট্রেন্ডিং কনটেন্ট, বা বন্ধু তালিকায় একই ধরনের আগ্রহের মানুষদের বিভিন্ন পোস্টের ভিত্তিতে ফেইসবুক ‘সাজেস্টেড ফর ইউ’ পোস্টগুলো সুপারিশ করে।
ফিচারটি একেবারে বন্ধ না হলেও নিজের প্রতিক্রিয়া জানিয়ে অপ্রাসঙ্গিক পোস্ট বাদ দিতে পারেন৷ পোস্টের ওপরের ডান কোণায় ‘থ্রি ডট’ আইকনে চাপুন, এরপরে তিনটি অপশন পাবেন। এমন পোস্ট দেখা বন্ধ করুন, সাময়িকভাবে একই পেইজ থেকে সব পোস্ট দেখা বন্ধ করুন বা স্থায়ীভাবে ওই পেইজ থেকে পোস্ট হাইড করুন। নিজের সুবিধামত একটি অপশন বেছে নিলেই ফেইসবুক একই ধরনের কনটেন্ট পরামর্শ অংশে দেখাবে না।
এ ছাড়া, অপছন্দের পোস্টের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ এড়িয়ে চলুন। এমনকি নেতিবাচভাবেও পোস্টে কিছু বলবেন না। কারণ, এতে ফেইসবুক একই ধরনের কনটেন্ট আরও বেশি পরামর্শ দেয়।
পাশপাশি, নিজের পছন্দের কনটেন্ট পোস্ট করে এমন বিভিন পেইজ ও গ্রুপ খুঁজে যুক্ত হন। এসব গ্রুপ বা পেইজের পোস্ট নিজের ফিডে অগ্রাধিকার দিতে পারেন, এতে অপ্রাসঙ্গিক কনটেন্ট নিচে চলে যাবে ও পছন্দের পোস্ট বেশি দেখবেন।