Published : 08 May 2025, 03:22 PM
দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ভি-টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৫’।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এ আয়োজনের উদ্যোক্তারা।
দেশের তরুণদের ডিজিটাল দক্ষতাকে ‘বিশ্বমানের পর্যায়ে নিতে’ জাতীয় কর্মসূচি তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ভি-টিউটর নামে একটি বেসরকারি কোম্পানি।
ভি-টিউটর হচ্ছে সার্টিপোর্ট অনুমোদিত বাংলাদেশের অথরাইজড পার্টনার, যারা বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নে গ্লোবাল সার্টিফিকেশন প্রোগ্রাম নিয়ে কাজ করছে।
দেশে ১৩ থেকে ২২ বছর বয়সী র সকল শিক্ষার্থীর জন্য আয়োজিত এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। এতে শীর্ষ নম্বরপ্রাপ্তরা সুযোগ পাবেন জাতীয় রাউন্ডে প্রতিযোগিতায় অংশ নেওয়ার। আর অংশগ্রহণকারী সকল প্রতিযোগী পাবেন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ‘সার্টিফিকেট অফ পার্টিসিপেশন’।
এ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে নিজেদের দক্ষতা যাচাই ও এমওএস সার্টিফাইড প্রফেশনাল হবার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
এখান থেকে ন্যাশনাল চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো, ফ্লোরিডায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
এ প্রতিযোগিতার ইউনিভার্সিটি রাউন্ড আয়োজিত হবে ১০ থেকে ২১ মে, জাতীয় রাউন্ড ২৩ মে ও গালা রাউন্ড আয়োজিত হবে ২৪ মে তারিখে।
প্রতিযোগিতার ইউনিভার্সিটি রাউন্ডে অংশ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আইইউবিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ।
পুরস্কার হিসেবে জাতীয় পর্যায়ে মোট পুরস্কার মূল্য যুক্তরাষ্ট্র সফরসহ ২০ লাখ টাকা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকারী পাবেন আট হাজার ডলার, দ্বিতীয় স্থান অধিকারী পাবেন চার হাজার ডলার ও তৃতীয় স্থান পাবেন দুই হাজার ডলার।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ,সিলভার স্পন্সর কিউট ও মুন্নু সিরামিক। রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা, ভিটিউটর ডটওআরজি সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। এর পাশাপাশি অংশগ্রহণকারীরা বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন।