Published : 09 Jun 2025, 04:55 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর স্টার্টআপে এক হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগের নিয়ে আলোচনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
রোববার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, নিজেদের এআই স্টার্টআপ ‘স্কেল এআই’তে এক হাজার কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করার জন্য আলোচনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।
এ বিষয়ে ঘনিষ্ঠ সূত্রদের বরাত দিয়ে ব্লুমবার্গ আরও লিখেছে, এক্ষেত্রে চুক্তির বিভিন্ন শর্ত এখনও চূড়ান্ত হয়নি এবং তা বদলাতেও পারে।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনরোধে সাড়া দেয়নি স্কেল এআই। এদিকে, রয়টার্সের মন্তব্যের অনুরোধে সঙ্গে সঙ্গে কোনো উত্তর দেয়নি মেটা।
২০১৬ সালে প্রতিষ্ঠিত ‘স্কেল এআই’ মূলত এক ধরনের ডেটা লেবেলিং স্টার্টআপ, যেটিকে সমর্থন দিচ্ছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া, ইকমার্স প্লাটফর্ম অ্যামাজন ও মেটা’র মতো প্রযুক্তি জায়ান্ট কোম্পানি।
সর্বশেষ তথ্য অনুসারে ‘স্কেল এআই’ কোম্পানিটির বাজারমূল্য প্রায় এক হাজার চারশ কোটি ডলার। একটি অনলাইন প্ল্যাটফর্ম চালায় স্টার্টআপটি, যেখানে এআই নিয়ে তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করতে পারেন গবেষক ও বিজ্ঞানীরা।
এ প্ল্যাটফর্মটিতে বিশ্বের ৯ হাজারেরও বেশি শহরের মানুষ অংশ নিচ্ছেন বা অবদান রাখছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এদিকে, আগামী ২০ বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ডেটা সেন্টার চালানোর জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারমাণবিক এক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মেটা।
গত সপ্তাহে কোম্পানিটি বলেছে, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এক বিদ্যুৎ কোম্পানির একটি পারমাণবিক চুল্লি আগামী ২০ বছর চালু রাখতে এক চুক্তিতে স্বাক্ষর করেছে তারা। ‘কনস্টেলেশন এনার্জি’র সঙ্গে মেটার এ চুক্তি কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে তাদের প্রথম চুক্তি।
যুক্তরাষ্ট্রে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাওয়ায়, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও ডেটা সেন্টারের কারণে বড় বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।