Published : 19 May 2025, 03:11 PM
রোমানিয়ায় কনজারভেটিভ বা রক্ষণশীল কণ্ঠস্বরকে ‘চুপ’ করানোর জন্য পশ্চিমা একটি দেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা।
রোববার অ্যাপটির প্রতিষ্ঠাতা পাভেল দুরভ বলেছেন, একটি পশ্চিমা দেশ তাকে অনুরোধ করেছিল, যাতে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেখানকার রক্ষণশীল মতের মানুষদের চুপ করিয়ে দেওয়া যায়। তবে তিনি সেই অনুরোধ রাখেননি। তবে কোন দেশ এই অনুরোধ করেছিল তা বলেননি দুরভ।
রোমানিয়ার জনগণ রোববার ভোট দিচ্ছিলেন দ্বিতীয় দফার নির্বাচনে, যেখানে একদিকে কট্টর ডানপন্থী ও ইউরোপীয় ইউনিয়নবিরোধী একজন প্রার্থী ও অন্যদিকে একজন মধ্যপন্থী স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই চলছে।
এ নির্বাচনের ফলাফল রোমানিয়ার দুর্বল অর্থনীতি ও ইউরোপীয় ইউনিয়নের ঐক্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে প্রথম দফার নির্বাচন বাতিল হওয়ার প্রায় ছয় মাস পর দেশটিতে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে হস্তক্ষেপের এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
ওই সময় কট্টর ডানপন্থী প্রার্থী কালিন জর্জেস্কুর পক্ষে হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল এবং পরে তাকে ফের প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়নি।
টেলিগ্রামে দুরভ লিখেছেন, “একটি পশ্চিম ইউরোপীয় দেশ... টেলিগ্রামের কাছে অনুরোধ করেছিল যেন আমরা প্রেসিডেন্ট নির্বাচনের আগে রোমানিয়ায় রক্ষণশীল কণ্ঠগুলোকে চুপ করিয়ে দিই। আমি স্পষ্টভাবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছি।
“রোমানিয়ান ব্যবহারকারীদের স্বাধীনতায় বাধা দেওয়া বা তাদের রাজনৈতিক চ্যানেল বন্ধ করবে না টেলিগ্রাম।”
দুরভ তার পোস্টে একটি বাগেট রুটির ইমোজি (🥖) যোগ করেছেন। এ রুটি যেহেতু ফরাসী খ্যাদ্যাভ্যাসের অংশ, অনেকের মতে, দুরভ সম্ভবত ফ্রান্সের দিকে ইঙ্গিত করেছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
তিনি আরও লিখেছেন, “গণতন্ত্র রক্ষার নামে গণতন্ত্র ধ্বংস করা যায় না। নির্বাচনে হস্তক্ষেপ ঠেকানোর নামে নিজেরাই নির্বাচনে হস্তক্ষেপ করা ঠিক নয়। আপনার হয় মত প্রকাশের স্বাধীনতা ও সুষ্ঠু নির্বাচন থাকবে, না হলে কিছুই থাকবে না। আর রোমানিয়ার জনগণ এ দুটোরই দাবিদার।”
গত বছর ফ্রান্সে আটক হয়েছিলেন রাশিয়ায় জন্ম নেওয়া ও বর্তমানে ফ্রান্সের নাগরিক দুরভ। তাকে টেলিগ্রাম অ্যাপের সঙ্গে জড়িত শিশুপর্ণগ্রাফি, মাদক পাচার ও জালিয়াতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ।
এ বছরের মার্চে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন দুরভ এবং জামিন পেয়ে দুবাইয়ে ফিরে যান তিনি।
রাশিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় টেলিগ্রাম। দেশটির সরকার ও কর্মকর্তারাও এটি ব্যবহার করেন। এ ছাড়া আগে ইউরোপেও খুব জনপ্রিয় ছিল অ্যাপটি।