Published : 18 May 2025, 04:40 PM
শেয়ারহোল্ডারদের ফিডুশিয়ারি বা বিশ্বস্ততার দায়িত্ব লঙ্ঘনের কারণে কোম্পানির বিরুদ্ধে মামলা করার ক্ষমতা সীমিত করেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা টেসলা।
শুক্রবার নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া এক ফাইলে নিজেদের কর্পোরেট আইনবিধিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইলন মাস্কের কোম্পানি টেসলা, যেখানে শেয়ারহোল্ডারদের কোম্পানির বোর্ড বা নির্বাহীদের বিরুদ্ধে ফিডুশিয়ারি দায়িত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা করার ক্ষমতা সীমিত করবে।
ফিডুশিয়ারি দায়িত্ব হচ্ছে এমন এক আইনি দায়িত্ব, যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের গ্রাহক বা শেয়ারহোল্ডারের স্বার্থের প্রতি সর্বোচ্চ বিশ্বস্ততা ও যত্ন দেখাতে বাধ্য থাকে, অর্থাৎ তারা নিজস্ব স্বার্থের চেয়ে গ্রাহক বা শেয়ারহোল্ডারের স্বার্থকে অগ্রাধিকার দেবে।
ফাইলে বলা হয়েছে, নতুন এ আইন ১৫ মে থেকে কার্যকর হয়েছে। টেসলার নতুন নিয়ম অনুসারে, “কোনো শেয়ারহোল্ডার বা শেয়ারহোল্ডারদের একটি দলকে টেসলার মোট শেয়ারের অন্তত ৩ শতাংশের মালিক হতে হবে। তবেই তারা যদি মনে করে বোর্ড বা কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করেছে সে ক্ষেত্রে কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা করতে পারবে।
টেসলার বর্তমান বাজার মূল্য ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি। যার মানে, কোম্পানিটির সাধারণ স্টকের ৩ শতাংশ শেয়ার ও সমস্ত বকেয়া শেয়ারের মূল্য তিন হাজার কোটি ডলারেরও বেশি হবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
টেসলার বিরুদ্ধে কোনো মামলা করতে হলে এখন একজন শেয়ারহোল্ডারের হাতে কমপক্ষে তিন হাজার কোটি ডলারের শেয়ার থাকতে হবে, যা কোম্পানিটির ছোট বিনিয়োগকারীদের পক্ষে প্রায় অসম্ভব। ফলে তারা কোম্পানির বড় কোনো ভুল বা দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে না।
কোম্পানিটির এ পরিবর্তনের বিষয়ে সিএনবিসি’র মন্তব্যের অনুরোধে কোনও সাড়া দেয়নি টেসলা।
কর্পোরেট ও সিকিউরিটিজ আইনজীবী ও বর্তমানে ‘টিউলেন ল স্কুল’-এর অধ্যাপক অ্যান লিপটন বলেছেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক আইন কাজে লাগাচ্ছে টেসলা। এ আইনে বিভিন্ন কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছে, তারা চাইলে ফিডুশিয়ারি দায়িত্ব লঙ্ঘনের অভিযোগে শেয়ারহোল্ডারদের মামলা করার ক্ষমতা সীমিত করতে পারে।
এ আইনে বলা হয়েছে, যদি কোনো কোম্পানি টেক্সাসে নিবন্ধিত হয়, তাহলে তারা শর্ত দিতে পারে যে মামলা করতে হলে শেয়ারহোল্ডারের কমপক্ষে ৩ শতাংশ মালিকানা থাকতে হবে। টেসলা বর্তমানে টেক্সাসে নিবন্ধিত।
এ নিয়ম টেসলা এখন ব্যবহার করছে, যাতে সাধারণ বা ছোট শেয়ারহোল্ডাররা কোম্পানির নির্বাহী বা পরিচালকদের বিরুদ্ধে মামলা করতে না পারে।
লিপটন বলেছেন, “টেসলার মতো এত বড় কোম্পানির ক্ষেত্রে এই ৩ শতাংশ শেয়ার মালিকানার শর্তটা স্পষ্টভাবেই বিশাল এক বাধার তৈরি করবে, যা ফিডুশিয়ারি দায়িত্ব লঙ্ঘনের অভিযোগে কেউ মামলা করতে চাইলে তাকে কার্যত ঠেকিয়ে দেবে।”