Published : 28 Jan 2025, 04:04 PM
বেটা সংস্করণে চালুর এক মাসেরও বেশি সময় পর অবশেষে সবার জন্য চালু হলো অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৮.৩।
সোমবার চালু করা অপারেটিম সিস্টেমটি নিজের আইফোনে ডাউনলোড ও ইনস্টল করার সুযোগ পাবেন আইফোন ব্যবহারকারীদের সবাই। অ্যাপলের নতুন সফটওয়্যারটির অন্যান্য পরিবর্তনের মধ্যে ডিফল্টভাবেই থাকবে অ্যাপলের নিজস্ব এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’। চাইলে ব্যবহারকারীরা এটি বন্ধও রাখতে পারবেন।
ডিভাইস নোটিফিকেশনের সারাংশ তৈরি করবে কোম্পানির এ নিজস্ব এআই, যা তথ্যকে আরও নির্ভুল ও স্পষ্ট করে তুলবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
এর আগে সংবাদ শিরোনামের সারসংক্ষেপে বারবার ভুল করার জন্য সমালোচনা ও অভিযোগের মুখে পড়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার সাময়িকভাবে বন্ধ করে অ্যাপল। পরিষেবাটি তুলে নেওয়ার জন্য টেক জায়ান্টটির ওপর চাপ বাড়ছিল বলেও ওই সময় প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এ বিষয়ে অ্যাপলের এক মুখপাত্র এ মাসের শুরুতে বলেছিলেন, “আমরা ফিচারটির উন্নতির জন্য কাজ করছি। আর ভবিষ্যতে আইওএসের সফটওয়্যার আপডেটে সেগুলো পাওয়া যাবে।”
এর আগে, অ্যাপলের এ এআই ফিচারটি কিছু পাঠককে জানিয়েছিল, ‘ইউনাইটেডহেলথকেয়ার’-এর সিইও ব্রায়ান টম্পসনকে হত্যায় অভিযুক্ত লুইজি ম্যাঙ্গিওন নিজেকে গুলি করেছেন, যে তথ্যটি সঠিক ছিল না। অ্যাপলের এআই ফিচারের ভুল তথ্য দেওয়া নিয়ে সে সময় প্রতিবেদনও করে বিবিসি।
আগের সংস্করণে বিভিন্ন সারসংক্ষেপ কেবল ছোট আইকন আকারে নির্দেশিত হতো। তবে নতুন আইওএস ১৮.৩ এ পুরো সারসংক্ষেপটি ইটালিক ফ্রন্টে দেখানো হবে এবং এর নীচে ‘অ্যাপল ইন্টেলিজেন্স-এর মাধ্যমে তৈরি সারসংক্ষেপ’-এর একটি নোটও থাকবে।
আইওএস ১৮.৩ চালুর পর ডিফল্টভাবে বেশ কয়েকটি এআই ফিচার পাবেন ব্যবহারকারীরা। ধারণা করা হচ্ছে, এসব পদক্ষেপের মাধ্যমে ডিভাইসে ব্যবহারকারীদের অ্যাপল ইন্টেলিজেন্স-এর গ্রহণকে আরও জোরদার করতে চায় মার্কিন টেক জায়ান্টটি।
চাইলে এআই ফিচারের ব্যবহার বন্ধ করতে পারেন তারা। এজন্য তাদের লাগবে কেবল কয়েক সেকেন্ড সময়। ডিভাইসের সেটিংস অপশনে গিয়ে অ্যাপল ইন্টেলিজেন্স ও সিরিতে যেতে হবে এবং এরপর ফিচারটি বন্ধ করুন।
আইওএস ১৮.৩ এ ‘ভিজুয়াল ইন্টেলিজেন্স’ নামের ফিরের মাধ্যমে মাধ্যমে পোস্টার থেকে ক্যালেন্ডার ইভেন্ট তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি, এর মাধ্যমে সহজেই চিহ্নিত করা যাবে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীকে। আইওএস ১৮.২ এ ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’ ফিটারটি চালু করে অ্যাপল।
আইওএস ১৮.৩ চালুর জন্য বরাবরের মতো ব্যবহারকারীদের ডিভাইসের ‘সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর ‘জেনারেল’ অপশনে গিয়ে ‘সফটওয়্যার আপডেট’-এ ট্যাপ করার মাধ্যমে আপডেটটি চালু করতে পারেন।