Published : 13 May 2025, 05:37 PM
২০১৫ সাল থেকে সফটওয়্যার ব্যবহারে লাইসেন্সের জন্য অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে শত কোটি পাউন্ড মূল্যের মামলার মুখে পড়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
এ মামলাটি দায়ের করেছেন আইনজীবী আলেকজান্ডার উলফসন। তিনি বলছেন, যুক্তরাজ্যের লাখ লাখ সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা যারা ‘মাইক্রোসফট অফিস’ বা ‘উইন্ডোজ’-এর লাইসেন্স কিনেছেন, তারা এই ক্লাস অ্যাকশন মামলার আওতায় পড়তে পারে।
‘ক্লাস-অ্যাকশন’ হল এমন এক মামলা যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার অনেকের প্রতিনিধিত্ব করেন ও বাদী জয়ী হলে মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।
এ মামলায় অভিযোগ উঠেছে, বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। কোম্পানিটি এমন কঠোর লাইসেন্সিং নিয়ম চালু করেছে, যা বাজারে প্রতিযোগিতাকে বাধা দেওয়ার পাশাপাশি পণ্যের দামও বাড়িয়েছে।
মামলায় অভিযোগ, ২০১৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত যারা মাইক্রোসফটের সফটওয়্যার লাইসেন্স কিনেছে অতিরিক্ত দাম পরিশোধ করতে হয়েছে তাদের।
উলফসন বলেছেন, “মাইক্রোসফটের কার্যকলাপ যুক্তরাজ্যের ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি সংস্থার ওপর বড় ও ব্যাপক প্রভাব ফেলেছে।
“এ মামলার উদ্দেশ্য হচ্ছে, মাইক্রোসফটকে জবাবদিহির আওতায় আনা ও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা।
“এ মামলায় কয়েক শত কোটি পাউন্ড জরিমানা দিতে হতে পারে মাইক্রোসফটকে। ডিজিটাল বাজারে ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি বড় বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকেও যুক্তরাজ্যের নিয়ম মেনে চলতে বাধ্য করবে এটি।”
এ বিষয়ে মন্তব্যের জন্য ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টর অনুরোধে সাড়া দেয়নি মাইক্রোসফট।
এর আগে, গত ডিসেম্বরে মাইক্রোসফটের বিরুদ্ধে যুক্তরাজ্যের ‘কম্পিটিশন আপিল ট্রাইব্যুনাল’-এ আলাদা একশ কোটি পাউন্ডের মামলা দায়ের হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
ওই মামলার অভিযোগে বলা হয়েছে, যারা গুগল ক্লাউড-এর মতো মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাদের উইন্ডোজ সার্ভার ব্যবহারের জন্য বেশি লাইসেন্স ফি দিতে হয়, বিশেষ করে মাইক্রোসফটের নিজস্ব ‘অ্যাজিউর’ প্ল্যাটফর্মের তুলনায়।