Published : 23 Mar 2025, 03:31 PM
টুইটার এখন মৃত হলেও স্যান ফ্রান্সিসকোর সদর দপ্তরের ১২ ফুট লম্বা পাখির লোগোটি বেঁচে থাকবে চিরকাল। মার্কিন ধনকুবের ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কেনার পর এর নাম বদলে এক্স রাখেন।
ওই সময় টুইটারের সদর দপ্তর সান ফ্রান্সিসকো থেকে আইকনিক নীল পাখির প্রতীক দুটি অনানুষ্ঠানিকভাবে সরিয়ে ফেলা হয়। টুইটারের অফিসে এক সময় শোভা পাওয়া নীল পাখির একটি লোগো বর্তমানে নিলামে বিক্রি হয়েছে ৩৪ হাজার তিনশ ৭৫ ডলারে। তবে নিলামে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।
‘বিরল ও সংগ্রহযোগ্য জিনিসপত্র’ নিলামকারী ‘আরআর অকশন’-এর অনুমান অনুসারে টুইটারের লোগো বিক্রির মূল্য ৪০ হাজার ডলারের চেয়ে কিছুটা কম। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিহাসের একটি মূল্যবান অংশ টুইটারের এই লোগোটি।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর মার্কেট স্ট্রিটে কোম্পানির সদর দপ্তরে থাকা বিশাল এই লোগোটি নিঃসন্দেহে সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানির সঙ্গে জড়িত আইকনিক বিভিন্ন প্রতীকের মধ্যে একটি।
২৫৪ কিলোগ্রাম ওজনের এই লোগোটির মাপ ১২ ফুট বাই ৯ ফুট বা ৩.৭ মিটার বাই ২.৭ মিটার বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
অনেক জল্পনা কল্পনার পর ২০২২ সালে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কেনেন মাস্ক। ২০২৩ সালে টুইটারের সাবেক অফিসের বেশিরভাগ বিষয়বস্তুই নিলামে তোলা হয়। সেই সময়ে জনপ্রিয় হয়েছিল লোগোর অন্যান্য ও সামান্য ছোট বিভিন্ন সংস্করণও।
ওই সময় অফিসটিতে সাজানো এক মূর্তি এক লাখ ডলারে বিক্রি হয়। ওই ভবনের আরেকটি বড় পাখির লোগোটিও সেই সময় অঘোষিত মূল্যে নিলামে উঠেছিল।