Published : 25 May 2025, 03:25 PM
আশপাশের জগৎ বুঝতে পারবে এমন স্মার্ট চশমা তৈরি করছে আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল। এ বছরই তৈরি হতে পারে এই চশমা।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ এক প্রতিবেদনে লিখেছে, এ চশমায় এমন অনেক ধরনের সেন্সর থাকবে, যা স্মার্ট চশমাটিকে আশপাশের পরিবেশ সম্পর্কে জানতে সাহায্য করবে।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালে অ্যাপল স্মার্ট চশমা বাজারে আনতে চায় বলে প্রতিবেদনে লিখেছে ব্লুমবার্গ।
এর মাধ্যমে মেটার জনপ্রিয় রে ব্যান চশমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে অ্যাপলের এই চশমা। মেটার বিভিন্ন স্মার্ট চশমাতে রয়েছে ক্যামেরা, মাইক্রোফোন, কানে শোনা যায় এমন স্পিকার ও একটি সংযোগ, যা মেটার এআই সহকারীর সঙ্গে কথা বলতে সাহায্য করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
ধারণা করা হচ্ছে, অ্যাপলের এ স্মার্ট চশমা তাদের বর্তমান এয়ারপডের মতোই কাজ করবে। এতে থাকবে মাইক্রোফোন ও ক্যামেরা, যা ব্যবহার করে কোম্পানিটির ভার্চুয়াল সহকারী ‘সিরি’র সঙ্গে কথা বলা যাবে।
এ চশমায় অন্তত একটি ক্যামেরা থাকবে, যা দিয়ে এটি আশপাশের দুনিয়া ‘দেখতে’ পারবে এবং সম্ভবত সেই তথ্য ব্যবহার করে আরও ভালোভাবে উত্তর দিতে পারবে।
গুঞ্জন উঠেছে, অ্যাপল এমন কিছু এয়ারপড তৈরির পরিকল্পনাও করছে, যেখানে ক্যামেরা থাকবে। তবে এসব এখনও নিশ্চিত নয়। এ ধরনের পণ্য আসলে বাজারে আসবে কি না, আর ওই ক্যামেরা কী কাজে লাগানো হবে সে বিষয়টিও স্পষ্ট নয়।
এরইমধ্যে নিজেদের ‘ভিশন প্রো’ নামে একটি অগমেন্টেড রিয়ালিটি হেডসেট চালু করেছে অ্যাপল, যা ব্যবহারকারীরা চশমার মতো পরতে পারেন। কিন্তু এটা ভারী ও বাইরের জগৎকে স্ক্রিনে দেখানোর জন্য ক্যামেরা ব্যবহার করে হেডসেটটি।
মেটারও এমন একটি হেডসেট ও চশমা রয়েছে এবং কোম্পানিটি বলেছে, এগুলোকে একীভূত করে একটি হালকা হেডসেট তৈরি করতে চায় তারা, যা বাস্তব জগৎ দেখাবে এবং একই সঙ্গে ভার্চুয়াল তথ্য ও বিভিন্ন বস্তুকে এর ওপর ওভারলে করার সুযোগও দেবে।
অ্যাপল দীর্ঘদিন ধরে বলছে, তাদের মূল আগ্রহ ভার্চুয়াল রিয়ালিটির চেয়ে অগমেন্টেড রিয়ালিটিতেই বেশি। পাশাপাশি ভিশন প্রো হেডসেটের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের বাইরে জগতের সঙ্গে সংযোগ করানো।