Published : 27 Aug 2024, 04:34 PM
ফ্রান্সে টেলিগ্রাম প্রতিষ্ঠাতা ও রাশিয়ান ধনকুবের পাভেল দুরভকে গ্রেপ্তারের বিষয়টি কোনো রাজনৈতিক সিদ্ধান্তে ছিল না, বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে ল্য বুগেত বিমানবন্দরে দুরভের ব্যক্তিগত জেট অবতরণের পরপরই আটক করা হয় তাকে।
বিভিন্ন সাইবার অপরাধ তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার ও আটক করার কথা উঠে এসেছে ব্রিটিশ বার্তা সংস্থা স্কাইনিউজের প্রতিবেদনে।
এসব অপরাধের মধ্যে শিশু নিপীড়নের ছবি, অবৈধ লেনদেন ও জালিয়াতির মতো বিষয় রয়েছে বলে জানিয়েছে ফরাসী কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে প্রথম প্রকাশ্য মন্তব্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন ফ্রান্স মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে “গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ”।
“তবে, নাগরিকদের মৌলিক অধিকারের সুরক্ষা ও সম্মানের জন্য, সোশাল মিডিয়া এবং বাস্তব জীবনেও স্বাধীনতা একটি আইনি কাঠামোর মধ্যে বজায় রাখতে হয়।”
“বিচার বিভাগের চলমান তদন্তের অংশ হিসাবেই টেলিগ্রাম সিইও ফরাসি মাটিতে গ্রেপ্তার হয়েছেন। এটি কোনোভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত নয়। এ বিষয়ে রায় দেওয়া বিচারকদের দায়িত্ব।” – দুরভের গ্রেপ্তার সম্পর্কে ‘মিথ্যা তথ্যের’ নিন্দা করে বলেছেন ফরাসি প্রেসিডেন্ট।
টেলিগ্রাম সিইও পাভেল দুরভ ফ্রান্সে গ্রেপ্তার
দুরভের 'লুকানোর কিছুই নেই': টেলিগ্রাম
দুরভের গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করেছেন রাশিয়ার সরকারি কর্মকর্তারা। কেউ কেউ একে রাজনৈতিক চাল বলে আখ্যা দেওয়ার পাশাপাশি বলেছেন এটি বাকস্বাধীনতা নিয়ে পশ্চিমের পক্ষপাতিত্ব তুলে ধরেছে।
তবে, এ দেখে ক্রেমলিন সমালোচকরা ভ্রু কুঁচকেছেন, কারণ ২০১৮ সালে খোদ রাশিয়াই টেলিগ্রামকে ব্লক করার চেষ্টা করেছিল। পরে ২০২০ সালে সে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি।
২০১১ এবং ২০১২ সালের শেষ নাগাদ মস্কোতে ব্যাপক গণতন্ত্রপন্থী বিক্ষোভ হয়। এ বিক্ষোভ রাশিয়ার সরকারের তীব্র বাধার মুখে পড়লে দুরভ ও তার ভাই মেসেজিং সেবাদাতা অ্যাপ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। নিজের আরেক সোশাল মিডিয়া কোম্পানি ভিকন্টাক্টের নিয়ন্ত্রণ হারানোর পর রাশিয়া ছাড়েন দুরভ।