Published : 30 May 2025, 11:12 AM
জার্মান সেনাবাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের কৌশলগত বা ট্যাকটিক্যাল নেটওয়ার্ক তৈরি করবে ফিনল্যান্ডের কোম্পানি নকিয়া ও প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি ব্ল্যাকনেড।
বুধবার এক বিবৃতিতে কোম্পানি দুটি বলেছে জার্মান সশস্ত্র বাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের ‘ট্যাকটিক্যাল নেটওয়ার্ক’ বা কৌশলগত যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে একসঙ্গে কাজ করবে নকিয়া ও ব্ল্যাকনেড, যার অধিকাংশ মালিকানা জার্মানির শীর্ষ অস্ত্র উৎপাদক কোম্পানি ‘রাইনমেটাল’-এর হাতে।
নকিয়া বলেছে, নতুন এসব মোবাইল যোগাযোগ ব্যবস্থা বিশেষভাবে জার্মানির প্রতিরক্ষা চাহিদার সঙ্গে ‘উপযোগী’ করে তৈরি করবে তারা, যাতে প্রয়োজনে এটিকে অন্যান্য দেশের প্রতিরক্ষা চাহিদার সঙ্গেও মানিয়ে নেওয়া যায়।
কোম্পানি দুটি এই চুক্তির আর্থিক বিবরণ বিস্তারিতভাবে প্রকাশ করেনি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
নিজেদের ফাইভজি প্রযুক্তি ও সফটওয়্যার সক্ষমতা একসঙ্গে করে যুদ্ধক্ষেত্রের জন্য কৌশলগত নেটওয়ার্ক তৈরি করবে নকিয়া ও ব্ল্যাকনেড, যা রাইনমেটাল-এর ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ব্যাটলস্যুট’-এর সঙ্গে সংযোগ থাকবে।
রয়টার্স লিখেছে, সেনাসদস্যদের তথ্য আনা-নেওয়া করতে, অভিযান সমন্বয় ও যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বজায় রাখতে সহায়তা করবে এসব কৌশলগত নেটওয়ার্ক। এমনকি সাধারণ যোগাযোগ ব্যবস্থাগুলো যেখানে পাওয়া যায় না বা কাজ করে না সেই কঠিন পরিবেশের বেলাতেও কাজ করবে।
এ চুক্তি এমন সময়ে হল যখন নিরাপদ প্রতিরক্ষা যোগাযোগ নেটওয়ার্ক সরবরাহ করে ইউরোপজুড়ে বাড়তে থাকা সামরিক ব্যয়ের সুযোগ কাজে লাগাতে চায় টেলিযোগাযোগ যন্ত্রপাতি প্রস্তুতকারী কোম্পানি নকিয়া।