Published : 03 Nov 2022, 07:24 PM
‘১২এস আল্ট্রা কনসেপ্ট’ ফোনে ৩৫ মিলিমিটারের লাইকা লেন্স জুড়ে দিয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি।
নির্মাতার প্রচারণা ভিডিও বলছে, সহজ ‘ক্লিক অ্যান্ড টুইস্ট’ প্রক্রিয়াতেই স্মার্টফোনটির সঙ্গে জুড়ে দেওয়া যায় পেশাদার ফটোগ্রাফি কাজে ব্যবহৃত লাইকার লেন্স।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, লাইকার ‘এম-মাউন্ট অ্যাটাচমেন্ট’ ব্যবহার করে ১২এস আল্ট্রা কনসেপ্ট। বিষয়টি প্রযুক্তিবিষয়ক আরেক সাইট অ্যান্ড্রয়েড অথরিটিকেও নিশ্চিত করেছে শাওমি।
অর্থাৎ, ক্যানন এবং সিগমার নির্মাতার তৈরি এম-মাউন্ট লেন্সও সম্ভবত জুড়ে দেওয়া যাবে কনসেপ্ট ফোনটির সঙ্গে।
আর মূল ফোনে দুটি এক ইঞ্চির ক্যামেরা সেন্সর রেখেছে শাওমি। এ ছাড়াও আছে ফোকাস পিকিং, জেব্রা লাইনস এবং হিস্ট্রোগ্রামের মতো সফটওয়্যার নির্ভর ফিচার।
নতুন কনসেপ্ট ফোন প্রসঙ্গে শাওমিরর কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করেও কোনো সাড়া পায়নি সিনেট। তবে, কোম্পানিটি অ্যান্ড্রয়েড অথরিটিকে জানিয়েছে, পেশাদার ক্যামেরা লেন্স জুড়ে দেওয়ার ফিচারটি ১২এস আল্ট্রা স্মার্টফোনের জন্য একটি প্রোটোটাইপ ফিচার।
১২এ আল্ট্রা জুলাই মাসে বাজারে এলেও এর সঙ্গে পেশাদার ক্যামেরা লেন্স জুড়ে দেওয়ার ফিচারটি বাণিজ্যিক পণ্য হিসেবে বাজারজাত করার কোনো পরিকল্পনা এখনও নেই বলে অ্যান্ড্রয়েড অথরিটিকে বলেছে শাওমি।
এক ইঞ্চির ক্যামেরা সেন্সরবাহী ১২এস আল্ট্রার নকশা করতে শুরু থেকেই লাইকার সঙ্গে জোট বেঁধে কাজ করেছে শাওমি। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের তথ্য বলছে, মাত্র ১০টি ১২এস আল্ট্রা বানিয়েছে শাওমি এবং এর প্রত্যেকটির বাজারমূল্য ৪১ হাজার ডলারের বেশি।