Published : 19 Dec 2024, 02:42 PM
নিষেধাজ্ঞা বন্ধে টিকটকের প্রস্তাব বিবেচনা করবে মার্কিন সুপ্রিম কোর্ট।
বুধবার সামজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটির সম্ভাব্য নিষেধাজ্ঞা বন্ধ করতে টিকটকের প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক শুনানির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট।
যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইন অনুসারে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের শেষ দিনটিতে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি চীনা মালিকানাধীন বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে।
এজন্য কোম্পানিটিকে ২৭০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। দেশটিতে ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর এ অ্যাপটি ব্যবহার করেন।
মামলায় মার্কিন বিচার বিভাগের যুক্তি, চীনা মালিকানাধীন কোম্পানি হওয়ায় টিকটক ‘দেশটির জাতীয় নিরাপত্তার জন্য গভীর হুমকি’ তৈরি করেছে। কারণ মার্কিন ব্যবহারকারীর ডেটায় চীনের সরকার টিকটকের মাধ্যমে সহজেই প্রবেশ করতে পারে। ফলে দেশটির নাগরিকদের তথ্য বেহাত হওয়ার ঝুঁকি রয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা ১০ জানুয়ারি এই বিষয়ে যুক্তিতর্ক শুনবেন, যার এক সপ্তাহ পরে অর্থাৎ ১৯ জানুয়ারি দেশটিতে টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির কথা রয়েছে।
বুধবার টিকটক জানিয়েছে, আদালত তাদের বিষয়টি বিবেচনা করায় তারা সন্তুষ্ট।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া নথিতে টিকটক ও বাইটড্যান্স বলেছে, “গোপনে কনটেন্ট ম্যানিপুলেশনের তথাকথিত ঝুঁকি সম্পর্কে জানার পরও আমেরিকানরা যদি চোখকান খোলা রেখে টিকটকে কনটেন্ট দেখা চালিয়ে যেতে চান, তাহলে যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনী অনুসারে তাদের সেই সুযোগ নিশ্চিত করা মার্কিন সরকারের দয়িত্ব।”
১৬ ডিসেম্বর সুপ্রিম কোর্টকে প্রথম সংশোধনীর ভিত্তিতে এ আইনটি স্থগিত করার আহ্বান জানিয়েছিল টিকটক। ওই সময় ওয়াশিংটন ডিসি’র একটি নিম্ন আদালত এসব যুক্তি খারিজ করে দেয়।
এ বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেস ওই প্রস্তাব পাস করে এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন তাতে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন।
দেশটির সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বুধবার টিকটককে ‘কঠোর অপরাধীর’ সঙ্গে তুলনা করেছেন। তিনি আদালতে যুক্তরাষ্ট্রে দ্রুত টিকটক নিষিদ্ধ করার আহ্বান জানান বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এদিকে, রিপাবলিকান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২০ সালে তার প্রথম মেয়াদে টিকটক নিষিদ্ধের চেষ্টা করলেও বর্তমানে ওই অবস্থান থেকে সরে এসেছেন তিনি।
নির্বাচনে প্রার্থী হওয়ার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, অ্যাপটিকে নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচানোর চেষ্টা করবেন তিনি। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “টিকটকের জন্য আমার হৃদয়ে উষ্ণ জায়গা রয়েছে।”
ঘটনাক্রমে টিকটকের ডেডলাইনের পরদিনই, মার্কিন সংবিধান অনুসারে ২০ জানুয়ারি দেশটির ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প।