Published : 05 Jun 2025, 04:34 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর স্টার্টআপ অ্যানথ্রোপিকের বিরুদ্ধে মামলা করেছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট।
প্ল্যাটফর্মটির অভিযোগ, অবৈধভাবে তাদের ব্যবহারকারীদের মন্তব্য সংগ্রহ করছে অ্যানথ্রোপিক এবং সেগুলো ব্যবহার করছে স্টার্টআপটির চ্যাটবট ক্লড’কে প্রশিক্ষণ দিতে।
রেডিট দাবি করেছে, স্বয়ংক্রিয় বট ব্যবহার করে তাদের সোশাল নেটওয়ার্কের কনটেন্টে প্রবেশ করেছে অ্যানথ্রোপিক। তবে আগে থেকেই রেডিট তাদের বলেছিল, যেন এসব তথ্য না নেওয়া হয়। এরপরও “ব্যবহারকারীদের সম্মতি না চেয়ে ইচ্ছাকৃতভাবে তাদের ব্যক্তিগত তথ্য নিয়ে চ্যাটবটকে প্রশিক্ষণ দিচ্ছে স্টার্টআপটি”।
এ বিষয়ে গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যানথ্রোপিক। বুধবার মামলাটি দায়ের হয়েছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর উচ্চ আদালতে।
বুধবার এক বিবৃতিতে রেডিট-এর প্রধান আইন উপদেষ্টা বেন লি বলেছেন, “কোনো স্পষ্ট সীমাবদ্ধতা ছাড়াই মানুষজনের তথ্য ও কনটেন্ট কেটে তা ব্যবহার করার অনুমতি এআই কোম্পানিগুলোকে দেওয়া উচিত নয়।”
এর আগে, মার্কিন সার্চ জায়ান্ট গুগল, চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই ও অন্যান্য কোম্পানির সঙ্গে লাইসেন্স চুক্তি করেছে রেডিট। যাতে প্লাটফর্মটির তথ্য বা মন্তব্য ব্যবহার করে নিজেদের বিভিন্ন এআই সিস্টেমকে প্রশিক্ষণ দিতে পারে তারা।
অনেক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রেডিট-এর ১০ কোটির বেশি দৈনিক সক্রিয় ব্যবহারকারীর তৈরি বিশাল পরিমাণ লেখা বা টেক্সট। যেমন– চ্যাটজিপিটি ও ক্লড-এর মতো এআই মডেল। এ ধরনের এআই মডেল ডেটার ওপর ভিত্তি করে তৈরি।
বেন লি বলেছেন, এসব চুক্তি “আমাদের ব্যবহারকারীদের জন্য বাস্তব ও কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে। যার মধ্যে রয়েছে ব্যবহারকারীদের কনটেন্ট মুছে ফেলার অধিকার, ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষা ও এই কনটেন্ট ব্যবহার করে ব্যবহারকারীদের স্প্যাম করা থেকে দূরে রাখা।”