Published : 17 Dec 2024, 04:27 PM
টিকটক নিষিদ্ধের পরিকল্পনার মধ্যেই প্লাটফর্মটির প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বলেছে, সোমবার ফ্লোরিডার ‘মার-আ-লাগো’ রিসোর্টে শো জি চিউয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের।
এ বছরের শুরুতে পাস হওয়া এক নতুন আইনের আওতায় ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে।
আইনের সাময়িক বিরতি চেয়ে অনুরোধ করেছিল সোশাল মিডিয়া অ্যাপ টিকটক। তবে, ফেডারেল আদালতে এক সংক্ষিপ্ত আদেশে তিন বিচারকের এক প্যানেল ওই অনুরোধ খারিজ করে লিখেছে, এই ধরনের বিরতি চাওয়া “অযৌক্তিক”।
এবার এই নিষেধাজ্ঞা পিছিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জরুরিভিত্তিতে আবেদন করেছে শর্ট-ভিডিও অ্যাপটি।
বাইটড্যান্স ও চীনা রাষ্ট্রের মধ্যে কথিত সংযোগের কারণে দেশটিতে টিকটক বিক্রি বা নিষিদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে টিকটক ও বাইটড্যান্স।
আইনটি উত্থাপন করা বিলে আদালত বলেছে, “এই আইনটি কেবল তৈরি হয়েছে বিদেশী প্রতিপক্ষের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রে ঠেকানোর জন্যই। আর পিআরসি বা পিপলস রিপাবলিক অফ চায়না সংশ্লিষ্ট জাতীয় সুরক্ষা হুমকি ঠেকাতে বড় প্রচেষ্টারও অংশ এই আইন।”
টিকটকের আইনজীবীরা বলেছেন, ডনাল্ড ট্রাম্প এর আগে অ্যাপটি নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই তিনি অ্যাপটির বিষয়ে ভিন্ন পদক্ষেপও নিতে পারেন।
টিকটককে যুক্তরাষ্ট্রে ‘অন্যতম গুরুত্বপূর্ণ স্পিচ প্ল্যাটফর্ম’ হিসেবে বর্ণনা করে কোম্পানিটি বলেছে, এই নিষেধাজ্ঞা কোম্পানি ও এর ব্যবহারকারীদের জন্য ‘তাৎক্ষণিকভাবে এক অপূরণীয় ক্ষতি’ করবে।
এদিকে, সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, তার প্রশাসন “টিকটকের বিষয়টি খতিয়ে” দেখবে।
“টিকটকের জন্য আমার হৃদয়ে একটি উষ্ণ জায়গা রয়েছে। কারণ আমিও ৩৪ পয়েন্টে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জিতেছি। অনেকে বলছেন, এর সঙ্গে টিকটকের কোনো সম্পর্ক আছে। টিকটকের অবশ্যই একটা প্রভাব ছিল।”
নভেম্বরে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের বেশিরভাগই ট্রাম্পের ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন করেছিলেন। তবে ২০২০ সালের নির্বাচনের পর থেকে তরুণ ভোটাররা ট্রাম্পের প্রতি অনেক বেশি ঝুঁকেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এ বছরের জুনে টিকটকে যোগ দিয়েছেন ট্রাম্প। নির্বাচনের প্রচারের জন্য প্ল্যাটফর্মটিতে লাখ লাখ অনুসারী পেয়েছেন তিনি।