Published : 10 Aug 2016, 08:18 PM
স্কাই নিউজ জানায়, বিপুল পরিমাণ আয়নিত গ্যাস পরিবহনকারী 'কিউবস্যাটস' নামক কিছু ছোট আকারের স্যাটেলাইট 'প্লাজমা বোমা' হিসেবে বায়ুমণ্ডলের আয়ন স্তরে নিক্ষেপণের পরিকল্পনা করছে মার্কিন বিমান বাহিনী। এতে রেডিও সংকেতের কার্যকারিতা বৃদ্ধি পাওয়া ছাড়াও জিপিএস ব্যবস্থার ওপর সৌরবায়ুর প্রভাব হ্রাস করা যাবে বলে জানায় স্কাই নিউজ। এ ছাড়াও ভবিষ্যতে বিরোধী পক্ষের স্যাটেলাইট যোগাযোগ ঠেকাতেও এ প্রযুক্তি ব্যবহারের আশা করা হচ্ছে।
বায়ুমণ্ডলের আয়ন স্তরে প্রচুর উচ্চ চার্জযুক্ত বস্তুকণার উপস্থিতির কারণে রেডিও সংকেত বহুদূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। রাতে আয়ন স্তরের ঘনত্ব তুলনামূলক বেশি হওয়ায় সন্ধ্যার পর সাধারণত রেডিও সম্প্রচার তুলনামূলক স্পষ্ট হয়ে থাকে।
এ প্রযুক্তি কার্যকরের পথে সবচেয়ে বড় দুটি সমস্যা হলো স্যাটেলাইটের ধারণ ক্ষমতা অনুযায়ী ছোট প্লাজমা জেনারেটর তৈরি এবং প্লাজমার বিক্ষেপণ নিয়ন্ত্রণ। এ সমস্যাগুলো সমাধানে বর্তমানে তিনটি প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে সবচেয়ে সফল প্রতিষ্ঠানটিকে পরবর্তীতে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে।
তবে নিউ জার্সির হপওয়েলে অবস্থিত 'রিসার্চ সাপোর্ট ইন্সট্রুমেন্টস'-এর প্লাজমা ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞ জন ক্লাইন জানান, এ প্রযুক্তি এখনও পর্যন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।
নিউ সায়েন্টিস্টের কাছে এক সাক্ষাতকারে তিনি বলেন, "আয়ন স্তর পরিবর্তন সংক্রান্ত প্লাজমা গবেষণার সীমাবদ্ধতার কারণে এসব প্রকল্প আসলে একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি অনতিক্রম্য একটি চ্যালেঞ্জও হতে পারে।"