Published : 20 Jun 2017, 08:32 PM
নতুন এই প্ল্যাটফর্ম ডেটা ‘ক্রাঞ্চিংয়ের’ মাধ্যমে এয়ারলাইনগুলোকে আরও দক্ষতার সঙ্গে প্লেন পরিচালনা করতে সহায়তা করতে পারে। এয়ারলাইনগুলোর রক্ষণাবেক্ষণ ও জ্বালানী খরচ কমাতে এবং আরও নিখুঁতভাবে রুট ঠিক করতে সহায়ক হবে এই প্ল্যাটফর্ম, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে সিলিকন ভ্যালি’র প্রযুক্তি প্রতিষ্ঠান প্যালানটির। ডেটা ক্রাঞ্চিংয়ের সুবিধাগুলো দেখাতে এয়ারএশিয়া, পিচ, ইজিজেট এবং এমিরেটস-এর সঙ্গে কাজ করছে এয়ারবাস।
মঙ্গলবার প্যারিস এয়ারশো-তে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা ফ্যাব্রিস ব্রেগিয়ার বলেন, “আমাদের প্রকৌশলীদের জ্ঞানের সঙ্গে এটি এই ডেটা প্ল্যাটফর্মগুলোকে একসঙ্গে আনছে।”
এয়ারএশিয়া’র প্রধান নির্বাহী টনি ফার্নান্দেজ বলেন, “এয়ারলাইনগুলো যে পরিমাণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে এয়ারবাস-এর প্ল্যাটফর্ম তার পরিমাণ বাড়াতে পারে।”
“আমদের প্লেনে প্রায় ৪০০ সেন্সর রয়েছে। এয়ারবাস কিট দিয়ে আমরা ২৪ হাজার সেন্সর সংযুক্ত করবো, যার মানে আমরা আগের চেয়ে অনেক বেশি ডেটা বিশ্লেষণ করতে পারবো,” যোগ করেন তিনি।
এই বাড়তি ডেটা প্লেন ঘোরানোর সময়, প্রশিক্ষণ ও নিরাপত্তার পাশাপাশি প্রচারণামূলক কার্যক্রম আরও উন্নত করতে পারে বলে উল্লেখ করা হয়।
এয়ারবাস-এর ডিজিটাল ট্রান্সফর্মেশন কর্মকর্তা মার্ক ফন্টেইন বলেন, বেশ কিছু দলের মধ্যে এই প্ল্যাটফর্মটি বিস্তৃত করতে চায় এয়ারবাস। এর মধ্যে সেনাবাহিনীর উডুক্কু যান, মহাকাশ ব্যবসা এবং হেলিকপ্টার রয়েছে।