Published : 14 Jul 2017, 07:39 PM
মূলধারার ডিজিটাল সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্ন্যাপচ্যাটের সঙ্গেই এ ধরনের প্রথম চুক্তি করল ফর্মুলা ওয়ান। প্রথমে মোবাইল ডিভাইসগুলোতে এ চুক্তির ফলাফল দেখা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
চলতি সপ্তাহেই প্রতিষ্ঠান দু’টির চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে। রোববার থেকে শুরু হচ্ছে ব্রিটিশ গ্র্যাঁ প্রি। স্ন্যাপচ্যাট-এর আওয়ার স্টোরিজ কাঠামোতে এই আয়োজনের কনটেন্ট প্রকাশ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে রেইসিংয়ের পরিধি বাড়ানোর প্রয়াশ করছে এফ১। এ প্রয়াশ থেকেই এবার স্ন্যাপচ্যাট-এর সঙ্গে চুক্তি করেছে তারা।
এফ১-এর ডিজিটাল বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক আর্থোফার বলেন, “সামাজিক যোগোযোগের মাধ্যমের পরিধি বাড়াতে এটি আমাদের প্রথম পদক্ষেপ।”
চুক্তির মাধ্যমে স্ন্যাপচ্যাট-এর আওয়ার স্টোরিজ প্ল্যাটফর্মে রেইসিং মৌসুমের ভিডিও ফুটেজ দেখানো হবে। এফ১ ইভেন্ট এবং তার আশপাশের অবস্থানের যে ভিডিও এবং ছবি গ্রাহক পোস্ট করবেন সেগুলোও সংকলন করবে প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ গ্র্যাঁ প্রি ইভেন্টের স্ট্রিম ফিচার শুধু যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের গ্রাহকরাই উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।
পরবর্তীতে সিঙ্গাপুর, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ব্রাজিল এবং আবু ধাবি’র এফওয়ান রেইসিং প্রচার করবে স্ন্যাপচ্যাট।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “আওয়ার স্টোরি ফিচারের মাধ্যমে স্ন্যাপচ্যাট গ্রাহকরা একই ইভেন্টের ভিডিও এবং ছবির মাধ্যমে একটি সংগৃহীত ‘স্টোরি’ তৈরি করতে পারবেন যার মাধ্যমে তারা তাদের অনন্য দৃষ্টিকোণ তুলে ধরে এতে অবদান রাখতে পারবেন।”