Published : 13 Nov 2017, 04:25 PM
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, উৎপাদন পরবর্তী জটিলতার কারণেই এটি উন্মোচনে দেরি হয়েছে। এযাবৎ ধারণা করা হচ্ছিল মডেল ৩-এর উৎপাদন প্রক্রিয়ার কারণেই সেমি ট্রাক উন্মোচনে বিলম্ব হচ্ছে।
রোববার এক টুইট বার্তায় মাস্ক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে টেসলা সেমি। তিনি অঙ্গীকার করেন এটি “আপনার মাথা ঘুরিয়ে দেবে।”
ট্রাকের নকশা নিয়ে এখন পর্যন্ত খুব বেশি তথ্য পাওয়া যায়নি। কিন্তু কয়েকজন টেসলা পর্যবেক্ষক বলেছেন, নতুন প্রটোটাইপটি ভবিষ্যৎ প্রজন্মের ট্রাক হবে যা দেখতে রোমাঞ্চকর ও পরিবেশবান্ধব হবে।
চলতি বছর ২৬ অক্টোবর উন্মোচনের কথা ছিল ট্রাকটি। কিন্তু মডেল ৩ এর সরবরাহ জটিলতা কাটিয়ে উঠতে এবং হারিকেন বিধ্বস্ত পুয়ের্তো রিকো’র জন্য আরও বেশি ব্যাটারি তৈরির জন্য তারিখ দুই সপ্তাহ পিছিয়েছেন মাস্ক।
এর আগেও একবার টেসলা সেমি’র উন্মোচন তারিখ পিছিয়েছে প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বরে উন্মোচনের কথা বলা হলেও পরে তা পিছিয়ে অক্টোবর করা হয়।
ধারণা করা হচ্ছে টেসলা’র এই ট্রাকগুলো একবার চার্জে ২০০ থেকে ৩০০ মাইল চলতে পারবে।
আগের বছরই বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য টেসলা সেমি নামে ট্রাক উন্মোচনের কথা জানায় প্রতিষ্ঠানটি।