Published : 09 Jul 2020, 08:34 PM
শাংহাইয়ে বার্ষিক ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সের (ডব্লিউএআইসি) উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এক ভিডিও বার্তায় মাস্ক বলেন, “আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে লেভেল ৫ বা পুরো স্বয়ংক্রিয়তা আসবে এবং আমি মনে করি এটি খুব তাড়াতাড়িই আসবে।”
“আমি এখনও আত্মবিশ্বাসী যে, লেভেল ৫ স্বয়ংক্রিয়তার মৌলিক ফাংশনগুলো এই বছরের মধ্যেই তৈরি হবে।”
স্বচালিত গাড়ির প্রযুক্তিতে শত শত কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে অ্যালফাবেটের ওয়েইমো এবং উবারসহ অনেক গাড়ি নির্মাতা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান।
এদিকে এই খাতের শীর্ষ ব্যক্তিদের ধারণা, স্বচালিত গাড়ির প্রযুক্তি প্রস্তুত হতে এখনও অনেক দেরী এবং এই প্রযুক্তিতে জনগণের পুরোপুরি আস্থা আসতেও অনেকটা বাকি।
বর্তমানে অটোপাইলট নামে চালকের সহায়ক ব্যবস্থাসহ গাড়ি বানায় টেসলা। ক্রমেই পুরোপুরি স্বচালিত গাড়ি তৈরির পথে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
মাস্ক আরও বলেছেন, গাড়িতে আরও উন্নত কম্পিউটার আনতে নতুন কুলিং ব্যবস্থা নিয়েও করছে টেসলা।