Published : 11 Mar 2022, 04:54 PM
পিসি ও কনসোল প্ল্যাটফর্মের গেইমটিকে মোবাইল প্ল্যাটফর্মের উপযোগী করতে বাজারের সেরা প্রযুক্তি ব্যবহারের দাবি করেছে এর নির্মাতা কোম্পানি।
বৃহস্পতিবার অ্যাকটিভিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ওয়ারজোনের মোবাইল সংস্করণ হবে ‘বড় পরিসরে ব্যাটল রয়্যাল অভিজ্ঞতা’ এবং সামনের বছরগুলোতেও মোবাইল গেইমারদের মাতিয়ে রাখতে গেইমটি বানানো হচ্ছে বাজারের ‘সেরা প্রযুক্তি’ ব্যবহার করে।
তবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে অ্যাকটিভিশনের সাম্প্রতিক পোস্ট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ লিখেছে, গেইমটি সম্ভবত এখনো প্রাথমিক পর্যায়েই আছে।
অ্যাকটিভিশনের ওই ঘোষণার নিচেই ছিল একটি চাকরির বিজ্ঞাপন। অন্যদিকে এখনো গেইমটির কোনো স্ক্রিনশট বা গেইমপ্লে ভিডিও প্রকাশ করেনি তারা। এমনকি কবে নাগাদ গেইমটি বাজারে আসতে পারে সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ওয়ারজোনের মোবাইল সংস্করণ ‘অ্যাপেক্স লিজেন্ডস মোবাইল’-এর মত কেবল মোবাইল প্ল্যাটফর্মের গেইমারদের বিপরীতে খেলা যাবে নাকি ‘ফোর্টনাইট’-এর মোবাইল সংস্করণের মত ক্রস-প্ল্যাটফর্ম ম্যাচ খেলা যাবে, সে বিষয়টি পরিষ্কার নয়। এ প্রসঙ্গেও কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাকটিভিশন।
অন্যদিকে, মোবাইল শুটার গেইমের বাজারে ব্যাপক সাফল্য পেয়েছে অ্যাকটিভিশন। ২০১৯ সালে ‘কল অফ ডিউটি: মোবাইল’ মুক্তির পর থেকে এখন পর্যন্ত গেইমটির খেলোয়াড়দের সংখ্যা ছাড়িয়েছে দেড়শ কোটি। সম্ভবত, ‘ওয়ারজোন’ দিয়েও একই সাফল্যের আশা করছে অ্যাকটিভিশন।
কেবল ‘কল অফ ডিউটি’ ফ্র্যাঞ্চাইজ নয়, সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল প্ল্যাটফর্মে ব্যাপক সাফল্য পেয়েছে পাবজি: মোবাইল, গারিনা ফ্রি ফায়ার এর মতো মোবাইল শুটার গেইমগুলো। বাজারে আসার অপেক্ষায় আছে রায়ট গেইমসের ‘ভ্যালোর্যান্ট’ এবং ইলেকট্রনিক আর্টসের ‘ব্যাটলফিল্ড’-এর মোবাইল সংস্করণ।