Published : 12 Jun 2022, 02:41 PM
‘টেলিগ্রাম প্রিমিয়াম’ সেবা জুন মাসেই চালু হবে বলে ঘোষণা দিয়েছেন মেসেজিং প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা নির্বাহী পাভেল দুরভ। নতুন প্রিমিয়াম সেবা এবং এর সঙ্গে আসন্ন বাড়তি সেবাগুলো নিয়ে শুক্রবার এক ব্লগ পোস্ট লিখেছেন তিনি।
“চলতি ফিচারগুলো ফ্রি রেখে আমাদের সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ ভক্তদের আরও বেশি কিছু দেওয়ার একমাত্র উপায় হচ্ছে অর্থের বিনিময়ে সেবাগুলোর সীমা বাড়িয়ে দেওয়া।” ব্লগে লিখেছেন দুরভ।
সাম্প্রতিক বছরগুলোতে টেলিগ্রাম অ্যাপ ও মেসেজিং টুল সিগনাল-এর জনপ্রিয়তা ও সমালোচনা উভয়ই বেড়েছে। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং সেবাগুলোতে ব্যক্তিগত গোপনতা ও নিরাপত্তা শঙ্কায় প্ল্যাটফর্ম ছেড়ে টেলিগ্রাম ও সিগনালমুখী হয়েছেন ব্যবহারকারীরা।
অন্যদিকে, সাইবার অপরাধী এবং উগ্রপন্থী সন্ত্রাসীদের নিরাপদ যোগযোগ ও অবাধ প্রচারণার সুযোগ দেওয়ার অভিযোগ আছে টেলিগ্রামের বিরুদ্ধে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে প্রতি মাসে টেলিগ্রামের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি। নিজেদের বিশ্বব্যাপী সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া শীর্ষ ১০ অ্যাপের একটি হিসেবে দাবি করে টেলিগ্রাম।
দুরভ বলছেন, টেলিগ্রামের প্রাথমিক অর্থায়ন যেন এর গ্রাহকদের কাছ থেকে আসে, বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে নয়, সেটি নিশ্চিত করতেই নতুন পেইড সাবস্ক্রিপশন সেবা ‘টেলিগ্রাম প্রিমিয়াম’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে তার কোম্পানি।