Published : 11 May 2025, 05:55 PM
ব্যাটারি তৈরিতে নতুন রেকর্ড গড়েছেন বিজ্ঞানীরা। এতে করে একেবারে ভিন্ন ধরনের ব্যাটারি তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি তাদের।
এ সাফল্যের ফলে এবার সম্ভব হতে পারে সলিড স্টেট ব্যাটারি তৈরি ও ব্যাপকহারে এর ব্যবহার। এ প্রযুক্তিকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি বর্তমানের লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে বেশি শক্তি ধরে রাখতে পারে এবং কম দাহ্য বা জ্বালানি খরচ করে। এ ব্যাটারি দিয়ে বিদ্যুচ্চালিত গাড়ি ও অন্যান্য প্রযুক্তি চালানো সম্ভব হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
তবে সলিড স্টেট ব্যাটারি এখনও ব্যাপকভাবে ব্যবহার বা উৎপাদনে আসেনি, কারণ এগুলো তৈরি ও ব্যবহারের ক্ষেত্রে এখনও নানা ধরনের সমস্যা রয়েছে।
এখন গবেষকেরা বলছেন, এসব সমস্যা সমাধানে সহায়তা করতে পারে নতুন একটি উপাদান এবং এসব ব্যাটারি আনার পথেও বড় এক ধাপ হতে পারে এই উপাদান।
লিথিয়াম দিয়ে নতুন এক উপাদান তৈরি করেছেন গবেষকেরা, যা আগে যত ধরনের উপাদান পাওয়া গিয়েছে, তার চেয়ে ৩০ শতাংশ দ্রুত কাজ করে। এটা ভবিষ্যতে নানা কাজে ব্যবহার করা যেতে পারে।
এ উপাদানটি লিথিয়াম, অ্যান্টিমনি ও স্ক্যান্ডিয়াম দিয়ে তৈরি এবং এটি কেবল ব্যাটারি তৈরির পদ্ধতিতেই পরিবর্তন আনেনি, বরং ভবিষ্যতে এর ব্যবহার করে আরও অনেক প্রযুক্তিও আনা সম্ভব হতে পারে বলে দাবি গবেষকদের।
এ গবেষণাপত্রের লেখক জিংওয়েন জিয়াং বলেছেন, “আমরা বিশ্বাস করি, আমাদের এ উদ্ভাবন অনেক ধরনের উপাদানের পরিবাহিতা বাড়াতে সাহায্য করতে পারে।”
গবেষকরা বলছেন, এ নতুন ব্যাটারি তৈরির পেছনের যে মূল ধারণা বা নীতি রয়েছে, তা ভবিষ্যতের আরও অনেক নতুন প্রযুক্তির উদ্ভাবনে কাজে লাগানো যেতে পারে।
‘টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ’-এর হুবার্ট গাস্টাইগার বলেছেন, “আমরা খুব অল্প পরিমাণে স্ক্যান্ডিয়াম ব্যবহার করে এক নতুন পদ্ধতি খুঁজে পেয়েছি, যা ভবিষ্যতে অন্যান্য উপাদান মিলিয়ে তৈরি করার জন্য পথ দেখাতে পারে।”
তিনি আরও বলেছেন, “ব্যাটারিতে ব্যবহারের আগে এখনও এ উপাদানের অনেক পরীক্ষা করতে হবে। তবে, আমরা এ নিয়ে অনেক আশাবাদী।”
‘স্ক্যান্ডিয়াম ইনডিউসড স্ট্রাকচারাল ডিসঅর্ডার অ্যান্ড ভ্যাকেন্সি ইঞ্জিনিয়ারিং ইন লিথিয়ামথ্রিএসবি– সুপিরিওর আইকনিক কনডাক্টিভিটি ইন লিথিয়াম৩−৩xস্ক্যান্ডিয়ামxঅ্যান্টিমনি’ শিরোনামে গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘অ্যাডভান্সড এনার্জি ম্যাটিরিয়ালস’-এ।