Published : 01 Jun 2025, 04:02 PM
চীন ও ইউরোপে গাড়ি বিক্রি কমলেও মে মাসে ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ির কোম্পানি টেসলার শেয়ারের দাম বেড়েছে ২২ শতাংশ, যা কোম্পানিটির জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন অনেকে।
কোম্পানির শেয়ারমূল্য বেড়ে যাওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে মাস্কের ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডজ থেকে পদত্যাগ ও ব্যবসায় মনোযোগ বাড়ানোর প্রতিশ্রুতিকে উল্লেখ করেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
টেসলার সিইও মাস্ক বলেছেন, এখন রাজনীতি নয়, বরং ব্যবসার দিকেই বেশি মনোযোগ দেবেন তিনি।
টেসলার শেয়ারের দাম মে মাসে অনেকটা বাড়লেও এ বছরের হিসাবে এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ার মূল্য কমেছে ১৪ শতাংশ।
এদিকে, অ্যাপলের অবস্থা আরও খারাপ, এ বছর শুরু থেকে আইফোন নির্মাতা কোম্পানিটির শেয়ারের দাম ১৯ শতাংশেরও বেশি কমেছে, যা সব বড় প্রযুক্তি কোম্পানির মধ্যে অন্যতম বাজে ফলাফল বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
মাস্কের সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশাল-এ লিখেছেন, “আজই হবে ইলনের শেষ দিন। তবে সত্যি বলতে গেলে না, কারণ সে সব সময় আমাদের সঙ্গে থাকবে, সব কাজে সাহায্য করবে। ইলন দারুণ একজন মানুষ!”
এর আগে, টেসলার আয় প্রকাশের সময় মাস্ক বলেছেন, মে মাসের শেষ নাগাদ সরকারি বিভাগ ডজ চালানোর কাজে অনেক কম সময় দেবেন তিনি। তবে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত “সপ্তাহে এক বা দুই দিন” করে কিছু সরকারি কাজ তিনি চালিয়ে যাবেন।
মাস্ক আরও বলেছেন, এখন পুরো সময় সরকারি কাজ করবেন না, করলেও হোয়াইট হাউসে নিজের জন্য একটা ডেস্ক রেখে দেবেন, যাতে মাঝে মাঝে সেখানে কাজ করতে পারেন তিনি।
টেসলা সিইও মাস্ক শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমি আশা করি আমি ট্রাম্পের বন্ধুই থাকব ও তার পরামর্শদাতা হিসেবে কাজ করব। অবশ্যই, যদি প্রেসিডেন্ট আমাকে কোনো কাজ করতে বলেন, আমি তার সেবায় সবসময় প্রস্তুত থাকব।”
এদিকে, নিউ ইয়র্ক টাইমস শুক্রবার প্রতিবেদনে লিখেছে, গত বছর মাস্ক যখন ট্রাম্পের জন্য কাজ করছিলেন তখন কেবল মাঝে মাঝে নয়, বরং নিয়মিতভাবেই মাদক সেবন করতেন তিনি। পাশাপাশি মাস্কের পারিবারিক জীবনও বেশ অস্থির ও সমস্যায় ভরা ছিল।
টাইমস প্রতিবেদনে লিখেছে, মাস্কের মাদক সেবনের অভ্যাস হোয়াইট হাউসে থাকাকালীন ছিল কি না সেটি ঠিক পরিষ্কার নয়। ওই সময় তিনি টেসলা ছাড়াও তার অন্য কোম্পানি স্পেসএক্স ও এআইনির্ভর স্টার্টআপ এক্সএআই চালাচ্ছিলেন।
ইউরোপে এপ্রিল মাসে টেসলার গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় অর্ধেকে নেমে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
ইলেকট্রিক গাড়ির বড় বাজার চীনে টেসলার গাড়ির বিক্রি চলতি ত্রৈমাসিকের প্রথম আট সপ্তাহে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমেছে।