Published : 10 May 2025, 03:34 PM
গুগলের বিরুদ্ধে তিনশ ৩৪ কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছে ইতালির কোম্পানি মোটিপ্লাই গ্রুপ।
শুক্রবার কোম্পানিটি অভিযোগ করেছে, বাজারে নিজেদের প্রভাব খাটিয়ে প্রতিযোগিতায় বাধা তৈরি করেছে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। তাই ক্ষতিপূরণ চেয়ে এ মামলা করেছে তারা।
বাজারে গুগলের একচেটিয়া আধিপত্যের বিষয়টি এর আগে ইউরোপীয় ইউনিয়ন বা ‘ইইউ কোর্ট অফ জাস্টিস’-এর আদালতেও প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
জনপ্রিয় ইতালীয় ওয়েবসাইট ‘ট্রোভাপ্রেজি.আইটি’ পরিচালনা করে মোটিপ্লাই।
এক বিবৃতিতে মোটিপ্লাই দাবি করেছে, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে গুগলের কর্মকাণ্ডের কারণে তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘সেভেনপিক্সেল’-এর বিকাশ বাধার মুখে পড়েছে।, পাশাপাশি গুগল শপিংকে বেশি সুবিধা দেওয়া হয়েছে বাজারে।
এ মামলাটি ইতালির মিলান শহরের আদালতে দায়ের করেছে মোটিপ্লাই। তবে এ বিষয়ে ইতালীয় দৈনিক ‘কোরিয়ারে দেলা সেরা’র প্রতিবেদনে আর কোনও বিস্তারিত তথ্য নেই বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধ করলেও কথা বলতে রাজি হননি গুগলের ইতাএকজন ওলীয় মুখপাত্র।
২০১৭ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলকে দুইশো ৪২ কোটি ইউরো জরিমানা করেছিল ইউরোপীয় কমিশন। কারণ কমিশনের দাবি, গুগল তার নিজস্ব শপিং পরিষেবা ব্যবহার করে ছোট আকারের বিভিন্ন ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানির তুলনায় অন্যায্য সুবিধা নিয়েছিল।
দুইশো ৪২ কোটি ইউরো জরিমানার বিরুদ্ধে আপিল করলেও গত বছরের সেপ্টেম্বরে চূড়ান্ত আপিল হেরে যায় মার্কিন সার্চ জায়ান্টটি।