Published : 11 Jun 2025, 04:59 PM
যুক্তরাজ্য এআই প্রযুক্তি গ্রহণকারী নয়, বরং নির্মাতা হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
লন্ডনের ‘টেক উইক’-এ এমন কথা বলেছেন তিনি। এজন্য স্টারমার যুক্তরাজ্যের শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণে লাখ লাখ পাউন্ড তহবিলের ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
স্টারমার বলেছেন, যুক্তরাজ্যের সাধারণ মানুষকে “ঝুঁকি নিতে হবে”, একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকেও গ্রহণ করতে হবে।
‘টেক উইক’ ইভেন্টে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
হুয়াং বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে এআইয়ের কারণে যুক্তরাজ্যের “প্রতিটি শিল্পই প্রযুক্তি শিল্পে পরিণত হবে”।
হুয়াং আরও বলেছেন, যুক্তরাজ্যে “বিশ্বের যে কোনও জায়গার চেয়ে সমৃদ্ধ এআই কমিউনিটি” রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও চীনের পরেই এআই বিনিয়োগের জন্য সবচেয়ে বড় দেশ এটি।
তবে, বর্তমানে বৈশ্বিক এআই পরাশক্তি হওয়ার জন্য যুক্তরাজ্যের প্রয়োজনীয় অবকাঠামো নেই বলেও উল্লেখ করেছেন হুয়াং।
তিনি বলেছেন, “আপনি মেশিন ছাড়া মেশিন লার্নিং করতে পারবেন না। যুক্তরাজ্যে এআই সুপারকম্পিউটার তৈরির সক্ষমতা স্বাভাবিকভাবেই আরও বেশি এআইনির্ভর বিভিন্ন স্টার্টআপকে আকৃষ্ট করবে এবং এখানে উন্নত এক ইকোসিস্টেম তৈরি হবে।”
‘আলফাওয়েভ’ ও ‘আয়নিক্স’ নামের দুটি ব্রিটিশ কোম্পানি মার্কিন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছে অধিগ্রহণের চুক্তি করার পর হুয়াংয়ের এমন মন্তব্য এল বলে প্রতিবেদনে লিখেছে স্কাই নিউজ।
এর আগে, ক্ষমতায় আসার পর পরিকল্পনায় থাকা এক সুপারকম্পিউটার প্রকল্প বাতিল করে দিয়েছিল যুক্তরাজ্যের লেবার পার্টি। ওই সময় তাদের যুক্তি ছিল, এর জন্য কোনো তহবিল বরাদ্দ নেই।
সুপারকম্পিউটার প্রকল্প বাতিল করলেও এখন ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের কম্পিউটিং সক্ষমতা ২০ গুণ বাড়ানোর ও নতুন এক সুপারকম্পিউটার তৈরির ঘোষণা দিয়েছে দলটি।
কর্মী ও শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য নতুন বিনিয়োগের এক সিরিজ ঘোষণার সময় স্টারমার বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে সরকার “প্রত্যেক মা-বাবার চোখের দিকে তাকিয়ে” অঙ্গীকার করতে পারবে প্রযুক্তি তাদের সন্তানদের জন্য “উন্নত এক ভবিষ্যৎ” তৈরি করবে।
“এ পার্লামেন্টের মেয়াদ শেষে আমরা ব্রিটেনের প্রতিটি অঞ্চলের অভিভাবকের চোখের দিকে তাকিয়ে বলতে পারব, দেখুন, প্রযুক্তি আপনাদের জন্য কী দিতে পারে।”
পার্লামেন্টের এ অধিবেশনে ১৮ কোটি ৭০ লাখ পাউন্ডের নতুন এক ‘টেকফার্স্ট’ প্রকল্পের ঘোষণা করেছেন স্টারমার। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যতের চাকরির জন্য এআই শেখানো।
গুগল ও মাইক্রোসফটের সহায়তায় নতুন এক প্রকল্প চালুর কথাও তিনি বলেছেন, যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ৭.৫ মিলিয়ন কর্মীকে এআই প্রশিক্ষণ দেবে সরকার।
‘ডাউনিং স্ট্রিট’ বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, আগামী পাঁচ বছরের জন্য কর্মীদের ‘উচ্চ-মানের’ প্রশিক্ষণ সামগ্রী বিনামূল্যে সরবরাহ করতে রাজি হয়েছে গুগল, মাইক্রোসফট, আইবিএম, এনভিডিয়া, বিটি ও অ্যামাজনের মতো বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি।