Published : 14 Jun 2025, 05:20 PM
নতুন এক বিলের অধীনে শিগগিরই অধিকাংশ মামলার হাত থেকে সুরক্ষা পেতে পারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্মাতা কোম্পানিগুলো। নতুন এ আইনের প্রস্তাবনা এসেছে রিপাবলিকান সিনেটরের কাছ থেকে।
নতুন বিল অনুসারে, বিভিন্ন এআই নির্মাতা কোম্পানি যদি নির্দিষ্ট কিছু তথ্য প্রকাশের নিয়ম মেনে চলে, তবে তাদের সফটওয়্যার কোনো ভুল করলে সেই ভুলের জন্য দায়মুক্ত থাকতে পারবে নির্মাতা।
প্রস্তাবিত এ বিলের লক্ষ্য হচ্ছে চিকিৎসক, আইনজীবী, আর্থিক পরামর্শদাতা, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী যদি নিজেদের কাজে এআইভিত্তিক প্রোগ্রাম ব্যবহার করেন এবং সেখানে যদি কোনো ভুল থাকে তবে ব্যবহারকারী যেন তার আইনি দায় এড়িয়ে যেতে না পারেন। অর্থাৎ, এক্ষেত্রে পেশাজীবীরাও সেই ভুলের জন্য দায়ী থাকবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
তবে নতুন বিলের আওতায় এআই নির্মাতা বিভিন্ন কোম্পানি বা ডেভেলপারদেরকে অবশ্যই প্রকাশ্যে জানাতে হবে যে তাদের সিস্টেম কীভাবে কাজ করে।
বৃহস্পতিবার এ বিলটি প্রস্তাব করেন যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যের সিনেটর সিনথিয়া লুমিস। এ আইনের নাম হচ্ছে ‘রেসপন্সিবল ইনোভেশন অ্যান্ড সেইফ এক্সপার্টিজ অ্যাক্ট’ বা দায়িত্বশীল উদ্ভাবন ও নিরাপদ সক্ষমতা আইন।
ওই সিনেটরের কার্যালয় বলছে, আইনটি পাস হলে এটিই হবে যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রথম আইন।
আমেরিকান সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিলটি স্বচালিত গাড়ি বা এমন ডেভলপারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যারা দায়িত্বজ্ঞানহীনভাবে কাজ করেন বা অসদাচরণের সঙ্গে জড়িত রয়েছেন।
সিনেটরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “বিলটি এআইয়ের জন্য কোনো পূর্ণ দায়মুক্তি তৈরি করছে না, বরং এটি এআই ডেভলপার বা নির্মাতাদের বাধ্য করছে তাদের এআই মডেলের বিভিন্ন ফিচার প্রকাশ্যে জানাতে। যাতে পেশাজীবীরা জেনে-বুঝে সিদ্ধান্ত নিতে পারেন যে, কোন ধরনের এআই টুল ব্যবহার করবেন তারা।
“এর মানে হচ্ছে, লাইসেন্সধারী পেশাজীবীরা যে ধরনের পরামর্শ দিচ্ছেন বা দেবেন বা সিদ্ধান্ত নেবেন তার চূড়ান্ত দায়িত্বও তাদের ওপরই বর্তাবে। বিলটি ডিজিটাল যুগের জন্য এক স্মার্ট নীতি, যা উদ্ভাবনকে সুরক্ষা, স্বচ্ছতা দাবি করা এবং পেশাজীবী ও তাদের ক্লায়েন্টদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে।”
এদিকে, যুক্তরাষ্ট্রের অন্যান্য আইনপ্রণেতারা এমন কিছু নিয়ম করতে চাইছেন, যাতে এআই ব্যবহারের সময় বিভিন্ন কোম্পানি নিজেদের দায়িত্ব এড়াতে না পারে। দেশটির অনেক রাজ্যই এ বিষয়ে কিছু নিয়ম বা মানদণ্ড প্রণয়ন করতে চাচ্ছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামের আইনে একটি ধারা রয়েছে, যাতে বলা হয়েছে, কম করে হলেও আগামী ১০ বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনও অঙ্গরাজ্য এ ধরনের মানদণ্ড প্রয়োগ করতে পারবে না।
এনবিসি প্রতিবেদনে লিখেছে, গত সপ্তাহে সিনেটের রিপাবলিকানরা প্রস্তাব দিয়েছে, যেসব মার্কিন অঙ্গরাজ্য এআই নিয়ন্ত্রণ করবে তাদের প্রতি ফেডারেল সরকার ব্রডব্যান্ড প্রকল্পের তহবিল সরবরাহ বন্ধ করে দেবে।
বর্তমানে এআই নিয়ে তুমুল প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির প্রধানরা সতর্ক করেছেন, এ ধরনের নীতি প্রণয়ন করলে ভবিষ্যতে এআইয়ের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।