Published : 12 Mar 2025, 03:49 PM
বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম ১৫ শতাংশের বেশি পতনের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘একটি নতুন টেসলা কিনবেন’ তিনি।
টেসলা প্রধান ইলন মাস্ককে ‘আক্রমণ ও ক্ষতি করার উদ্দেশ্যে’ কোম্পানিটিকে বয়কট করার জন্য ‘কট্টর বাম উন্মাদদের’ দোষারোপও করেছেন ট্রাম্প।
তবে স্টক বিশ্লেষকেরা বলছেন, শেয়ারের খারাপ পারফরম্যান্সের মূল কারণ ছিল টেসলার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভয় ও আগের বছরের তুলনায় বিক্রি কমে যাওয়া।
বিশ্লেষকরা আরও বলছেন, শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের নিজস্ব অর্থনৈতিক নীতিও বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলছে। এটিও কোম্পানিটির শেয়ার মূল্য কমে যাওয়ার অন্যতম কারণ।
ট্রাম্পের শুল্ক আরোপের অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করায় সোমবার মার্কিন বাজারে টেসলার শেয়ার পতন ঘটেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে ইভি গাড়ির দাম আরও বেড়ে যাওয়ার পাশাপাশি তা দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আঘাত করতে পারে। কারণ এসব কোম্পানি দেশে পণ্য আনার খরচ গ্রাহকদের উপর চাপিয়ে দিচ্ছে।
বিবিসি লিখেছে, বিক্রির অংশ হিসেবে মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম কমেছে। টেসলার শেয়ারের দাম কমেছে ১৫.৪ শতাংশ। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ জায়ান্ট এনভিডিয়া, ফেইসবুকের মালিক মেটা, অ্যামাজন ও গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের দামও অনেক কমেছে।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে টেসলার বিক্রি বাড়ানোর প্রচারণা চালাতে গিয়ে “রিপাবলিকান, কনজারভেটিভ ও সব ধরনের মহান আমেরিকানদের” কাছে মাস্ককে সমর্থন করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
বর্তমানে ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ বা ডিওজিই প্রধানের দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক, যেখানে তিনি ফেডারেল সরকারের কর্মী সংখ্যা কমিয়ে আনার কাজটি করছেন।
মঙ্গলবার ট্রাম্প বলেছেন, মাস্ক একটি ‘চমৎকার কাজ’ করছেন। তবে “কট্টর বাম উন্মাদরা ইলনকে আক্রমণ ও ক্ষতি করার চেষ্টায় অবৈধভাবে ও সব এক হয়ে টেসলাকে বয়কট করার চেষ্টা করছে”।
ট্রাম্প আরও বলেছেন, “ইলন মাস্কের প্রতি আস্থা ও সমর্থন জানাতে আমি আগামীকাল সকালেই একটি ব্র্যান্ড নিউ টেসলা কিনতে যাচ্ছি”।
তার এমন মন্তব্যের পর টেসলার শেয়ারের দাম প্রাক বাজার লেনদেনে প্রায় ৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির বিভিন্ন শেয়ার মার্কিন নির্বাচনের আগে যে স্তরে ছিল তার কাছাকাছি ফিরে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।