Published : 18 Dec 2024, 05:23 PM
বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতাদের সঙ্গে বিশেষ করে চীনে প্রতিযোগিতা করার লক্ষ্যে জোটবদ্ধ হতে আলোচনা করেছে গাড়ি নির্মাতা হন্ডা ও নিসান।
এ বছরের মার্চে জাপানের এই দুই গাড়ি নির্মাতা বিদ্যুচ্চালিত গাড়ির জন্য নিজেদের কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা খতিয়ে দেখতে একমত হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এক বিবৃতিতে হন্ডা ও নিসান বলেছে, “এ বছরের মার্চে দেওয়া ঘোষণা অনুসারে, ভবিষ্যতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছে হন্ডা ও নিসান। এক্ষেত্রে একে অপরের শক্তিকে কাজে লাগাচ্ছে কোম্পানি দুটি।”
পেট্রোল ও ডিজেল গাড়ি থেকে বিদ্যুচ্চালিত গাড়ির দিকে ঝুঁকছে অনেক গাড়ি কোম্পানি। তারা এ ধরনের গাড়ির উৎপাদন বাড়াচ্ছে চীনে।
একই দিকে ঝুঁকছে হন্ডা ও নিসান। প্রথমবারের মতো এ তথ্য প্রকাশ করে জাপানের ব্যবসায়িক সংবাদমাধ্যম ‘নিক্কেই’। তবে ওই সময় ‘কোম্পানির পক্ষ থেকে এমন কোনও ঘোষণা আসেনি’ বলেও উল্লেখ ছিল প্রতিবেদনে।
কোম্পানি দুটির জোটবদ্ধ হওয়ার আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এমনকি তারা যে, আদৌ কোনো চুক্তিতে রাজি হবে এমন কোনো নিশ্চয়তাও নেই।
জাপানি টিভি চ্যানেল টিবিএস জানিয়েছে, আগামী সপ্তাহের প্রথম দিকে দুই কোম্পানি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে যে তারা জোটবদ্ধ হতে আলোচনা করেছে কি না।
এদিকে, জাপানের দুই নম্বর ও তিন নম্বর গাড়ি নির্মাতাদের জোট বাঁধার বিষয় বেশ কয়েকটি কারণে জটিল হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
জাপানে এমন একীভূত হওয়ার চুক্তি সেখানে কঠোর তদন্তের আওতায় আসতে পারে। এর একটি কারণ হচ্ছে, চুক্তির পরপরই কোম্পানিতে বড় ধরনের কর্মী ছাঁটাই হওয়ার উদাহরণ অতীতে আছে। এক্ষেত্রে ফরাসি গাড়ি নির্মাতা ‘রেনোঁ’র সঙ্গে নিজেদের জোট ভেঙে ফেলার মুখেও পড়তে পারে নিসান।
নিক্কেই বলেছে, মার্চ মাসে নিজেদের ইভি ব্যবসায় সহযোগিতা করতে রাজি হয়েছিল হন্ডা ও নিসান। অগাস্টে ব্যাটারি ও অন্যান্য প্রযুক্তি নিয়ে একসঙ্গে কাজ করতেও একমত হয়েছে কোম্পানি দুটি। এসব আলোচনা তাদের সম্পর্ককে করেছে আরও গভীর।
অগাস্টে বুদ্ধিমত্তা ও বিদ্যুত বিষয়ে আলোচনার জন্য ‘মিতসুবিশি মোটর্সের সঙ্গে চুক্তিও করেছে কোম্পানি দুটি।
নিক্কেই আরও জানিয়েছে, শেষ পর্যন্ত মিতসুবিশি’কে যে কোনও অংশীদারিত্বে আনতে পারে নিসান ও হন্ডা। কারণ, মিতসুবিশির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হচ্ছে নিসান।
বুধবার টোকিওতে নিশানের শেয়ারের দাম বেড়েছে ২৩ শতাংশের বেশি, যেখানে হন্ডা’র শেয়ারের দাম কমেছে প্রায় ৩ শতাংশ ও মিতসুবিশি’র শেয়ারের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।
নভেম্বরে গোটা বিশ্বে যেখানে বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি হয়েছে ৭০ শতাংশ সেখানে চীনে নিজেদের বাজারের শেয়ার হারাচ্ছে হন্ডা ও নিসান।
এদিকে, জাপানি অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম অপারেটর ‘মোনেক্স গ্রুপ’-এর জেসপার কোল প্রশ্ন তুলেছেন, হন্ডা ও নিসান-এর জোটবদ্ধ হওয়ার বিষয়টি বিভিন্ন গাড়ি কোম্পানিকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে কি না।