Published : 08 Jun 2025, 01:52 PM
পদ ছাড়ছেন টেসলার অপটিমাস রোবটিক্স বিভাগের প্রধান মিলান কোভাক। তিনি টেসলার ভাইস প্রেসিডেন্টদের একজন ছিলেন।
শুক্রবার মার্কিন ইভি নির্মাতা টেসলার অপটিমাস রোবটিক্স বিভাগ ছেড়ে যাওয়ার কথা জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে টেসলার সিইও ইলন মাস্ককে ধন্যবাদ জানান কোভাক এবং কোম্পানিটিতে ২০১৬ সালে শুরু হওয়া নিজের কর্মজীবনের স্মৃতিচারণও করেন।
কোভাক লিখেছেন, “গত এক দশকে একসঙ্গে কাজ করার সময়ে আমার ওপর আস্থা রাখা ও আমাকে কাজ শেখানোর জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মাস্ককে ধন্যবাদ জানাই আমি।
“ইলন, আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে প্রকৃত বিষয়কে অবান্তর বিষয় থেকে আলাদা করতে হয়, কীভাবে দৃঢ় মনোবল ধরে রাখতে হয়। আরও শিখিয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের অনেক গুরুত্বপূর্ণ মূলনীতি। আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। টেসলা জয়ী হবে, এই নিশ্চয়তা আমি দিচ্ছি।”
টেসলার অপটিমাস রোবটটি তৈরির উদ্দেশ্যে, দুই পায়ে হাঁটতে পারে এমন এক বুদ্ধিমান রোবট তৈরি করা যা, কারখানার কাজ থেকে শুরু করে শিশু দেখাশোনার মতো কাজও করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
প্রথম প্রান্তিকের শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশিত এক প্রতিবেদনে টেসলা বলেছে, কোম্পানিটি তাদের লক্ষ্য অনুসারে এগোচ্ছে এবং ২০২৫ সালে ফ্রেমন্টে তাদের পরীক্ষামূলক প্রোডাকশন লাইনে অপটিমাস রোবট তৈরি শুরু করবে। পাশাপাশি, ভবিষ্যতে টেসলার বিভিন্ন কারখানায় এসব রোবট কাজ করবে।
টেসলার ২০২৪ সালের বার্ষিক শেয়ারহোল্ডার সভায় নিজেকে “অত্যন্ত আশাবাদী স্বভাবের” বলে বর্ণনা করেছেন মাস্ক। এরপর তিনি দাবি করেছেন, ভবিষ্যতে কোনো এক সময় টেসলার বাজারমূল্য ২৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে সাহায্য করবে এসব হিউম্যানয়েড রোবট।
গত কয়েক সপ্তাহে মাস্ক বলেছেন, টেসলা এখন তাদের বিভিন্ন অপটিমাস সিস্টেমকে “সরল কাজ” শেখাচ্ছে, যেমন কোনো জিনিস তোলা, দরজা খোলা বা বল ছোড়ার মতো কাজ।
এ খাতে টেসলার প্রতিযোগীদের মধ্যে রয়েছে বস্টন ডায়নামিকস, অ্যাজিলিটি রোবোটিক্স, অ্যাপট্রনিক, ওয়ানএক্স ও ফিগারের মতো কোম্পানি।
এর আগে, টেসলার অটোপাইলট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক হিসেবে কাজ করেছেন কোভাক। ২০২২ সালে তিনি অপটিমাস ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ব্যক্তিগতভাবে কোভাককে কোম্পানিটিতে তার “অসাধারণ অবদানের” জন্য ধন্যবাদ জানিয়েছেন মাস্ক।
তবে এ বিষয়ে সিএনবিসির মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি টেসলা।