Published : 22 May 2025, 02:02 PM
পাঁচ বছরের লড়াইয়ের পর আবারও যুক্তরাষ্ট্রে আইফোনে ফিরে এসেছে জনপ্রিয় মাল্টিপ্লেয়ার শুটার গেইম ফোর্টনাইট।
এ ব্যাটল রয়্যাল গেইমটি এখন যুক্তরাষ্ট্র থেকে অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এটি অ্যাপল ও ফোর্টনাইট নির্মাতা এপিক গেইমসের মধ্যে চলমান দ্বন্দ্বের সর্বশেষ ধাপ বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এপিক গেইমস তাদের অ্যাপে নিজের পেমেন্ট সিস্টেম চালু করার কারণে ২০২০ সালে ফোর্টনাইট’কে আইফোনের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছিল অ্যাপল।
ওই সময় অ্যাপল বলেছিল, এপিক গেইমসের এমন পদক্ষেপ তাদের অ্যাপ স্টোরের নিয়মের বিরুদ্ধে গিয়েছে, তাই নিজেদের অ্যাপ স্টোর থেকে গেইমটি সরিয়ে ফেলেছে তারা।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, এর পরের কয়েক বছর ফোর্টনাইট যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ফিরে আসেনি এবং আইফোনেও ব্যবহার করা যায়নি। তবে এ সময়ের মধ্যে অ্যাপল ও এপিকের মধ্যে চলেছে আইনি লড়াই। যার ফলে আদালতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় ও নিয়মের পরিবর্তন হয়েছে।
অ্যাপ স্টোরের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ রয়েছে অ্যাপলের, যা আইফোনে অ্যাপ ডাউনলোডের একমাত্র উপায়। এই নিয়ন্ত্রণ ব্যবহার করে অ্যাপল নিজের লাভ বাড়িয়েছে। তবে এতে ব্যবহারকারী ও অ্যাপ ডেভেলপারদের ক্ষতি হয়েছে বলে দাবি এপিক গেইমসের।
অ্যাপল বলছে, অ্যাপ স্টোর ও আইফোনের মাধ্যমে হওয়া পেমেন্টের ওপর তাদের নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। যদি এই নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে তাহলে ব্যবহারকারীরা কম নিরাপদ থাকবেন।
এ দ্বন্দ্বে অ্যাপল ও এপিক নানা ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেছে। সর্বশেষ মামলায় অ্যাপলের সমালোচনা ও এপিককে ছাড় দিতে বলেছেন একজন বিচারক। ফোর্টনাইট নির্মাতা এপিক বলেছে, এই শর্ত মানা হলে তারা আবার ফোর্টনাইটকে আইফোনে ফিরিয়ে আনতে রাজি।
তবে সেই রায়ের ফলে আরও সমস্যা তৈরি হয়েছে। গত সপ্তাহে এপিক বলেছে, তারা অ্যাপ স্টোরে তাদের আবেদন তুলে নিচ্ছে এবং এরপর ফোর্টনাইট গোটা বিশ্বের আইফোনেও আর পাওয়া যাচ্ছিল না।
এখন গেইমটি যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর থেকে অন্য যে কোনও অ্যাপের মতো ডাউনলোড করা যাচ্ছে। এপিক সতর্ক করে বলেছে, অ্যাপ স্টোরে সার্চ করেও যদি গেইমটি না দেখা যায়, সমস্যা নেই এটি আসছে।
ফোর্টনাইট গত পাঁচ বছর ইউরোপে আইফোনে পাওয়া যাচ্ছিল। এটি ইউরোপীয় ইউনিয়নের এক সিদ্ধান্তের ফল, যা অ্যাপলকে বাধ্য করেছে তাদের অঞ্চলে অন্য অ্যাপ স্টোর চালু করতে। এর মাধ্যমে নিজেদের স্টোর থেকে গেইমটি বিতরণ করতে পেরেছে এপিক।