Published : 14 May 2025, 04:54 PM
মার্কিন প্রযুক্তি বিলিয়নেয়াররা ধনী সৌদি ব্যবসায়ীদের বিশ্বের সবচেয়ে বড় কিছু কোম্পানিতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। কিন্তু কী আছে সে প্রস্তাবে?
ইলন মাস্ক’সহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একদল ব্যবসায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি আরব সফরে গিয়েছেন, যেখানে তাদেরকে রাজকীয়ভাবে স্বাগত জানান প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও রাজপরিবারের সদস্যরা। সে সফর নিয়েই এখন চলছে জল্পনা।
রিয়াদের রয়্যাল প্যালেসের ভেতরে ট্রাম্প যখন প্রিন্সের সঙ্গে হাত মেলাচ্ছিলেন সে সময় কাছাকাছি থাকা একটি ঘরেই মহামূল্যবান ক্রিস্টালের ঝাড়বাতির নিচে মার্কিন প্রযুক্তি নির্বাহীরা জড়ো হয়েছিলেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
১৩ মে রিয়াদে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্প ও টেসলা ও স্পেসএক্স সিইও মাস্ক ছাড়াও অংশ নিয়েছেন ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান, এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং, ‘ব্ল্যাকরক’ সিইও ল্যারি ফিঙ্ক, অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসি এবং অন্যান্য প্রযুক্তি ও আর্থিক খাতের শীর্ষ মার্কিন নির্বাহীরা।
ইন্ডিপেন্ডেন্ট খানিকটা টিপ্পনি কেটেই লিখেছে, সৌদি কর্মকর্তাদের ভিড়ে লাল-সাদা কেফিয়ার মধ্যে কয়েকটি ‘মাগা’ টুপিও দেখা যাচ্ছিল। ওই একই সময় প্রযুক্তি কোম্পানির সিইওরা বসেছিলেন সৌদির তেল কোম্পানির কর্মকর্তা, ব্যাংকার, বেসরকারি সেনা ঠিকাদার, কোকা-কোলা ও উবার প্রধান, হ্যালিবার্টন, নরথ্রপ গ্রুম্যান ও বোয়িংয়ের মতো আমেরিকান প্রতিরক্ষা কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, তেলসমৃদ্ধ এই দেশটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় বিনিয়োগকারী হয়ে উঠেছে এবং সেখানকার কর্মকর্তারা মাস্ক, অল্টম্যান, গুগলের রুথ পোরাট, এনভিডিয়া’র জেনসেন হুয়াং ও অ্যামাজনের অ্যান্ডি জ্যাসি’সহ আরও অনেকের সঙ্গে দেখা করেছেন।
ট্রাম্পের রিয়াদ সফরের সময় হোয়াইট হাউস ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একসঙ্গে দুই দেশের মধ্যে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে, যার মধ্যে প্রায় ১৪ হাজার ২০০ কোটি ডলার খরচ হবে মার্কিন প্রতিরক্ষা কোম্পানির যুদ্ধ সরঞ্জাম ও পরিষেবা কেনার জন্য।
সৌদি কোম্পানি ‘ডেটাভোল্ট’ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রে এআই ডেটা সেন্টার ও এনার্জি অবকাঠামোয় দুই হাজার কোটি ডলার বিনিয়োগ করার।
এদিকে, হোয়াইট হাউস বলছে, “গুগল, ডেটাভোল্ট, ওরাকল, সেলসফোর্স, এএমডি ও উবার মিলে দুই দেশে আধুনিক প্রযুক্তিতে আট হাজার কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে।”
এ সফরে সৌদি আরবকে নিজেদের উচ্চমানের এআই ব্ল্যাকওয়েল চিপ সরবরাহ করার এক চুক্তি ঘোষণা করেছেন মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া’র সিইও জেনসেন হুয়াং।
উচ্চপর্যায়ের এই মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে আরও উপস্থিত ছিলেন গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট প্রেসিডেন্ট রুথ পোরাট, আইবিএম সিইও অরবিন্দ কৃষ্ণা, প্যালানটি’র সিইও অ্যালেক্স কার্প এবং কোয়ালকম সিইও ক্রিশ্চিয়ানো আমন’সহ যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের নির্বাহী ও ক্ষমতাশালী ব্যক্তিরা।