Published : 23 May 2025, 03:14 PM
নিজস্ব টেক সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার’স কনফারেন্স ২০২৫’ বা ডব্লিউডব্লিউডিসি’র জন্য কোম্পানির পরিকল্পনা প্রকাশ করেছে অ্যাপল। এ সম্মেলনে অ্যাপলের প্রতিটি পণ্য হালনাগাদ বা আপডেট করবে আইফোন নির্মাতা কোম্পানিটি।
অ্যাপল বলেছে, ডব্লিউডব্লিউডিসি ইভেন্টটি ৯ জুন থেকে ১৩ জুন ২০২৫ পর্যন্ত চলবে। কিছু মানুষ সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যেখানে এক হাজারেরও বেশি ডেভেলপার ও শিক্ষার্থীকে অ্যাপল পার্ক ক্যাম্পাসে আমন্ত্রণ জানাবে কোম্পানিটি। তবে সপ্তাহজুড়ে বেশিরভাগ কার্যক্রম অনলাইনেই অনুষ্ঠিত হবে।
অ্যাপলের এ অনলাইন ইভেন্ট শুরু হবে একটি লাইভ স্ট্রিম করা মূল বক্তব্য দিয়ে, যা অনুষ্ঠিত হবে ৯ জুন, সকাল ১০টা প্যাসিফিক টাইমে। এ সম্প্রচারটি দেখা যাবে অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে, অ্যাপল টিভি অ্যাপে ও ইউটিউবে। ইভেন্ট শেষ হওয়ার পর ইভেন্টটির পুনঃপ্রচারও দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এরপর শুরু হবে ডেভেলপারদের জন্য বিভিন্ন অনলাইন ইভেন্ট। যার মধ্যে থাকবে ‘প্ল্যাটফর্ম স্টেট অফ দ্য ইউনিয়ন’, এ সেশনে নিজেদের বিভিন্ন পণ্যের আপডেটের আরও প্রযুক্তিগত দিক তুলে ধরবে অ্যাপল। আরও থাকবে একশটির বেশি টেকনিক্যাল সেশন ও ল্যাব, যেখানে অ্যাপলের বিশেষজ্ঞ কর্মীরা সরাসরি ডেভেলপারদের সহায়তা করবেন।
অ্যাপলের ইভেন্টের সময়সূচীতে বলা হয়েছে, তাদের সব প্ল্যাটফর্ম বা পণ্যেই আপডেট আসছে। আমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে, “আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, টিভিওএস, ভিশনওএস ও ওয়াচওএস-এ নানা রকম উন্নয়ন” অর্থাৎ ছয়টি সিস্টেমেই নতুন ফিচার বা পরিবর্তন আনবে তারা।
এ ইভেন্টে অ্যাপল নতুন বিভিন্ন এআই ফিচারের ওপর জোর দেবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে নিজেদের নিজস্ব এআই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করেছিল কোম্পানিটি। তবে এরপর থেকে তা নানা বিতর্কে জড়িয়েছে অ্যাপল।
ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে অ্যাপলের কিছু ফিচার যেমন আরও উন্নত সংস্করণের ‘সিরি’ চালুর কথা থাকলেও তা বাতিল হতে বা আরও পরে আসতে পারে। ধারণা করা হচ্ছে, এ ইভেন্টে তাদের আসন্ন এআইনির্ভর নতুন বিভিন্ন পরিবর্তনের দিকে আবারও মনোযোগ ফেরাতে চাইবে অ্যাপল।
ইভেন্টটিতে অ্যাপল ইন্টেলিজেন্স-এর কিছু নতুন টুলে এমন এক পাওয়ার সিস্টেম থাকতে পারে, যা ডিভাইসের ব্যাটারি সাশ্রয়ে সহায়ক হবে। পাশাপাশি এআই ছাড়াও নতুন কিছু ফিচার আনতে পারে অ্যাপল।
এসব নতুন ফিচারের মধ্যে থাকতে পারে আইওএস ও আইপ্যাডওএস-এর প্রায় সম্পূর্ণ নতুন ডিজাইন, যা ভিশন প্রো হেডসেট চালানোর জন্য ভিশনওএস-এর স্বচ্ছ চেহারার সঙ্গে মিলিয়ে তৈরি করবে কোম্পানিটি।
অ্যাপল ইন্টেলিজেন্স চালুর সময় সিরি কেন্দ্রীয় ভূমিকায় থাকলেও এবারের ইভেন্টে কম গুরুত্ব পাবে এটি। কারণ, গত বছর ভয়েস অ্যাসিস্ট্যান্সটির বড় আপডেটের কথা বলা হয়েও তা এখনও আসেনি। গুঞ্জন রয়েছে, সিরিকে নিজেদের বড় বিভিন্ন এআই টুল থেকে আলাদা করার দিকেই এগোচ্ছে অ্যাপল।
নিজেদের নতুন সফটওয়্যার ডব্লিউডব্লিউডিসি ইভেন্টের ঠিক পরেই ডেভেলপারদের জন্য তা প্রকাশ করে অ্যাপল। এরপর ব্যবহারকারীদের জন্য তা গ্রীষ্মকালে বেটা ভার্সনে ও আইফোনের সঙ্গে পুরোপুরি চালু হয়ে তা শরতে বাজারে আসে।