Published : 24 Nov 2024, 05:51 PM
ব্যবহারকারীদের দীর্ঘ ভয়েস নোট শোনা থেকে বাঁচাবে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের নতুন এক আপডেট।
এর পরিবর্তে অ্যাপটি এখন স্বয়ংক্রিয়ভাবে সেসব ভয়েস রেকর্ডিং ট্রান্সক্রাইব করবে বা প্রতিলিপি তৈরি করবে। ফলে, অন্য ব্যক্তি যা বলেছে তার সংস্করণ করা টেক্সট পড়তে পারবেন।
“কেউ কোলাহলপূর্ণ পরিবেশে দীর্ঘ ভয়েস টেক্সট পেলেও সহজে চ্যাটিং চালিয়ে যাওয়ার জন্য নকশা করা হয়েছে ফিচারটি।” — নিজেদের ঘোষণায় বলেছে মেটা মালিকানাধীন কোম্পানিটি।
হোয়াটসঅ্যাপ এক দশকেরও বেশি আগে ভয়েস নোট চালু করেছিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।
নিজেদের ঘোষণায় হোয়াটসঅ্যাপ বলেছে, ভয়েস নোটগুলো ‘ব্যক্তিগত’ এবং “আপনি দূরে থাকা সত্ত্বেও আপনার প্রিয়জনের কণ্ঠস্বর শোনার মধ্যে বিশেষ অনুভূতি রয়েছে।” কিন্তু সময়ের সঙ্গে কোম্পানিটি এও বুঝেছে, সবসময় সহজে ভয়েস নোট শুনতেও সমস্যা হতে পারে, বিশেষ করে বাড়ির বাইরে, কোলাহলপূর্ণ জায়গায় থাকলে।
নতুন ফিচারের এসব ট্রান্সক্রিপশন ডিভাইসেই তৈরি হবে, যাতে হোয়াটসঅ্যাপসহ অন্যকেউই সেগুলো পড়তে না পারে৷ ট্রান্সক্রিপশনেও থাকবে সাধারণ মেসেজের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন। ফলে, কেবল প্রেরক এবং প্রাপকই সেটি পড়তে ও দেখতে পারবেন।
হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস ও ভিডিও কল করার সহজ উপায়
সহজেই বদলে নিন হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ড
হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে, ‘চ্যাটস’ অপশনটি বেছে নিন। এরপর ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট’ অপশনে চেপে ফিচারটি চালু বা বন্ধ করা যাবে। একই অপশন থেকে ট্রান্সক্রিপশনের ভাষাও বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা।
ফিচারটি চালু করার পর, চ্যাটিং স্ক্রিনে ভয়েস নোটের ওপরে চেপে কিছুক্ষণ ধরে রাখুন। এরপর ‘ট্রান্সক্রাইব’ অপশনে চাপলেই প্রতিলিপি তৈরি হবে।
মেসেজিং প্ল্যাটফর্মটি বলেছে, ফিচারে সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিবর্তন আসতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইন্ডিপেনডেন্ট।
“এ ফিচারকে সামনে এগিয়ে নিয়ে আরও ভালো ও নির্বিঘ্ন অভিজ্ঞতা দিতে তর সইছে না।” – ঘোষণায় বলেছে কোম্পানিটি।
উদাহরণ হিসেবে, অ্যাপলের আইমেসেজ অ্যাপে ট্রান্সক্রিপশন স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়, যাতে সেটি ভয়েস নোটের পাশাপাশি পড়া যায়। ফিচারটি গত বছর আইওএস ১৭’র সঙ্গে চালু করে আইফোন নির্মাতা কোম্পানিটি।
“ট্রান্সক্রিপশন ফিচারটি আগামী কয়েক সপ্তাহে বিশ্বব্যাপী নির্দিষ্ট কয়েকটি ভাষা নিয়ে চালু হবে এবং সামনের মাসগুলোতে আরও ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের।” – বলেছে হোয়াটসঅ্যাপ।