Published : 24 Nov 2024, 04:33 PM
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অধীনেও বৈশ্বিক সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া’র প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
তিনি বলেন, ডনাল্ড ট্রাম্প উন্নত কম্পিউটিং পণ্যের উপর আরও কঠোর রপ্তানি নীতি আরোপের সিদ্ধান্ত নিলেও নিজেদের বৈশ্বিক সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়টি অব্যাহত রাখবে তারা।
এর আগে, প্রথম মেয়াদে জাতীয় নিরাপত্তা ইস্যুতে চীনের কাছে মার্কিন প্রযুক্তি পণ্য বিক্রির ক্ষেত্রে বেশ কয়েকটি রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। আর ওই নীতি প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও অব্যাহত ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এমএসএন।
“বৈশ্বিক সহযোগিতায় উন্মুক্ত বিজ্ঞান, গণিত ও বিজ্ঞান খাতে কোম্পানিটির সহযোগিতা দীর্ঘ সময় ধরে রয়েছে। আর এগুলো সামাজিক ও বিজ্ঞানভিত্তিক অগ্রগতির মূল ভিত্তি,” বলেছেন হুয়াং।
“আমাদের এই বৈশ্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। আমি জানি না নতুন মার্কিন প্রশাসনে কী হবে। তবে যাই ঘটুক না কেন, আইন ও নীতিমালা একইসঙ্গে মেনে চলার মধ্যে ভারসাম্য বজায় রাখব আমরা। আমাদের প্রযুক্তি ও সমর্থনকে আরও এগিয়ে নিয়ে যাব ও গোটা বিশ্বের গ্রাহকদের পরিষেবা দিতে থাকব।”
এর আগের দিন শুক্রবার ‘হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এইচকেইউএসটি’-এর সম্মানসূচক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়ার পরে শিক্ষাবিদ ও স্নাতকদের উদ্দেশে হুয়াং বলেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ শুরু হয়ে গেছে।”
“এটি এক নতুন কম্পিউটিং যুগ, যা শিল্প ও বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করবে। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট উন্মোচনের ২৫ বছর পর কম্পিউটিংকে নতুনভাবে আবিষ্কারের পাশাপাশি এক নতুন শিল্প বিপ্লবেরও সূচনা করেছে এনভিডিয়া।”
“নিশ্চিতভাবেই আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি এআই। সম্ভবত সব সময়ের জন্যই সেরা প্রযুক্তি এটি।”
এদিকে, ব্লুমবার্গকে হুয়াং বলেছেন, স্যামসাংয়ের এআই মেমোরি চিপের লাগাম টেনে ধরতে যত দ্রুত সম্ভব কাজ শুরু করবে এনভিডিয়া।