Published : 08 May 2025, 07:28 PM
চাকরিপ্রার্থীদের জন্য চাকরির পদের নাম ও স্থানের বাইরে আরও ভালো নতুন চাকরি খুঁজে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার করবে লিংকডইন।
পেশাদারদের জন্য নেটওয়ার্কিং সাইটটি বলেছে, এআইচালিত তাদের নতুন এই চাকরি খোঁজার ব্যবস্থা ব্যবহারকারীদেরকে তাদের পছন্দের চাকরি সঠিকভাবে খুঁজে বের করতে সাহায্য করবে, যেখানে লোকেশন, ইন্ডাস্ট্রি ও পদের নাম ফিল্টার ব্যবহার না করে সরাসরি যা খুঁজছেন তা লিখে সার্চ করতে পারবেন তারা।
মাইক্রোসফটের মালিকানাধীন সেবাটি বলেছে, এর মানে হচ্ছে ব্যবহারকারীরা এখন চাকরি খোঁজার জন্য বাক্যবন্ধ ব্যবহার করতে পারবেন। যেমন ‘ফ্যাশনে এন্ট্রি-লেভেল ব্র্যান্ড ম্যানেজার পদ খুঁজে দিন’ বা ‘টেকসই চ্যালেঞ্জ সমাধান করতে ভালোবাসেন এমন বিশ্লেষকদের জন্য চাকরি’র মতো বাক্যাংশ ব্যবহার করে চাকরি খুঁজতে পারবেন।
চাকরির বাজারে এআই কী প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বেগের মধ্যেই এমন আপডেট দিল লিংকডইন। এআই ভবিষ্যতে অনেক প্রশাসনিক চাকরি মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারে এমন আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গত সপ্তাহে এক সমীক্ষায় উঠে এসেছে, প্রতি চারজনের মধ্যে একজন কর্মী ভীত যে, তাদের চাকরি হারানোর কারণ হতে পারে এআই এবং পাঁচ জনের মধ্যে একজন উদ্বিগ্ন থাকেন এই ভেবে যে, এআই ভুল করতেই পারে।
তবে লিংকডইন-এর জারা ইস্টন বলেছেন, কোম্পানিটি বিশ্বাস করে, এ প্রযুক্তি মানুষের জন্য নতুন চাকরি ও ক্যারিয়ারের পথ খুঁজে পাওয়াকে সহজ করে তুলবে, বিশেষ করে তাদের বেলায়, যারা নতুন চাকরি ও পদ এলেও সেগুলো খোঁজা বা বিষয়গুলো তাদের বুঝতে পারার জন্য কঠিন হবে বলে মনে করেন।
“আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে এআই। আর লিংকডইনে চাকরি খোঁজার ধরনও পুরোপুরি বদলে দেবে এটি। এসব পরিবর্তনের মাধ্যমে মানুষ তাদের পরবর্তী কাজের সুযোগ খুঁজে পাবেন।
“আমরা আশা করছি, এ নতুন পদ্ধতিতে চাকরি ও নতুন ক্যারিয়ার পথ খুঁজে পাওয়ার মাধ্যমে চাকরিপ্রার্থীদের দক্ষতা, আগ্রহ ও লক্ষ্যকে একসঙ্গে করে তারা তাদের পরবর্তী পদক্ষেপ খুঁজে পাবেন।
“যেহেতু কাজের ধরন বদলাচ্ছে ও নতুন চাকরি আসছে, যেগুলো কয়েক বছর আগে ছিল না তাই দক্ষতা এখন আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ এবং আমাদের এআইচালিত বিভিন্ন টুল মানুষকে তাদের নিজস্ব পথ খুঁজে নিতে সাহায্য করবে।”