Published : 17 Jun 2025, 06:09 PM
শহরটির সবচেয়ে বিখ্যাত ছেলেরা একসময় গেয়েছিল, ‘কান্ট বাই মি লাভ’ বা অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না। কিন্তু সে তো সে কবেকার কথা! বিটলস যুগের কথা, বিটকয়েন আসার আগের কথা।
যুক্তরাজ্যজুড়ে মানুষের অনলাইন অভ্যাসের ওপর নজর রেখে করা এক গবেষণায় উঠে এসেছে, দেশটির ক্রিপ্টো রাজধানী হিসেবে আবির্ভূত হতে চলেছে লিভারপুল।
টেলিকম কোম্পানি ‘ওপেনরিচ’ পরিচালিত এক জরিপে দেখা গিয়েছে, লিভারপুলের ১৩ শতাংশ উত্তরদাতা নিয়মিতভাবে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন ও শেয়ারবাজার পর্যবেক্ষণ করেন, যা যুক্তরাজ্যের অন্য যে কোনও শহরের তুলনায় বেশি।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর নানা ধরনের অনলাইন কার্যকলাপের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক পত্রিকা গার্ডিয়ান।
লন্ডনকে বলা হচ্ছে ব্রিটেনের অনলাইন ডেটিং রাজধানী, কারণ এখানে বসবাসকারী ২৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, সপ্তাহে অন্তত তিনদিন ডেটিং অ্যাপ ব্যবহার করেন তারা।
তবে এ বিষয়টি পুরো দেশের গড় চিত্রের সঙ্গে বেশ আলাদা। কারণ, এর আগে গবেষণায় উঠে এসেছে, কেবল চার শতাংশ ব্রিটিশ নাগরিকই কোনো না কোনো সময় ডেটিং অ্যাপে সময় কাটান।
গবেষণা অনুসারে, একজন সাধারণ ব্রিটিশ নাগরিক দিনে গড়ে সাড়ে তিন ঘণ্টা ইন্টারনেটে সময় কাটান। তবে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২০ শতাংশ বলেছেন, দিনে পাঁচ ঘণ্টারও বেশি সময় ইন্টারনেটে থাকেন তারা।
অনলাইনে সক্রিয় থাকার সময় আলাদা হলেও ৬৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে বেশি ইন্টারনেট ব্যবহার করেন তারা, যাদের মধ্যে ১৯ শতাংশ বলেছেন, এই সময় তারা ইউটিউব ব্যবহার করে সময় কাটান।
যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের ক্ষেত্রে বিশ্লেষণে উঠে এসেছে, তিনটি শহরের ভিন্ন চিত্র। ম্যানচেস্টারের মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে সবচেয়ে বেশি, নিয়মিত এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন শহরটির ২৭ শতাংশ বাসিন্দা।
অন্যদিকে, যুক্তরাজ্যের শেফিল্ড হচ্ছে দেশের সবচেয়ে বেশি টিকটক ব্যবহারকারী ও মিউজিক স্ট্রিমিং ব্যবহারকারীদের শহর, যেখানে এ দুটি অ্যাপ নিয়মিত ব্যবহার করেন যথাক্রমে ৩২ শতাংশ ও ৩০ শতাংশ মানুষ।
জরিপ বলছে, শেফিল্ডই সেই শহর, যেখানে পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি সময় অনলাইনে কাটান। এখানকার ৩২ শতাংশ মানুষ দিনে পাঁচ ঘণ্টারও বেশি সময় ইন্টারনেটে থাকেন। সেই তুলনায় ব্রাইটন শহরের কেবল ১১ শতাংশ মানুষ এতটা সময় অনলাইনে কাটান।
এদিকে, আগের দিনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ফেইসবুককে বেশি পছন্দ করতে দেখা গিয়েছে যুক্তরাজ্যের লিডস শহরের মানুষদের। শহরের ৪৩ শতাংশ বাসিন্দা বলেছেন, দিনের অনেকটা সময় ফেইসবুক ব্যবহার করেন তারা।
২০০০ সালের এপ্রিলে যুক্তরাজ্যের এসেক্সের বাসিলডনের এক বাড়িতে প্রথমবারের মতো ব্রডব্যান্ড বসানো হয়। এ ঘটনার সঙ্গে মিল রেখেই গবেষণাটি পরিচালনা করেছে ‘ওপেনরিচ’।
গবেষণায় আরও উঠে এসেছে, অনেক উত্তরদাতা নিজেদের ইন্টারনেট ব্যবহারের ধরন পছন্দ করেন না। ৪৩ শতাংশ মনে করেন, অনলাইনে সময় নষ্ট করছেন তারা।
এদিকে, ৩৭ শতাংশ অংশগ্রহণকারী উদ্বিগ্ন এই ভেবে যে, অনেক সময় তারা অনলাইনে ‘ডুম-স্ক্রলিং’ করে কাটান। যদি কম সময় অনলাইনে কাটাতেন তাহলে তারা বেশি স্বস্তি অনুভব করতেন বলে মনে করেন ৩৩ শতাংশ অংশগ্রহণকারী।
‘ওপেনরিচ’-এর ডেপুটি সিইও কেটি মিলিগান বলেছেন, “ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের মানুষ কীভাবে অনলাইন দুনিয়াকে গ্রহণ করছেন এবং ভিন্ন ভিন্ন উপায়ে তা নিজেদের সঙ্গে মানিয়ে নিচ্ছেন, সে বিষয়টি দেখা সত্যিই মজার।
“একইসঙ্গে আশার বিষয় হচ্ছে, অনেকেই ডিভাইস ও ডিজিটাল সংযোগ থেকে বিরতি নেওয়ার গুরুত্ব বুঝতে পারছেন।”