Published : 14 Dec 2023, 07:29 PM
বৈদ্যুতিক গাড়ি এবং অত্যাধুনিক চিপ প্রযুক্তিসহ পাঁচটি খাতে উৎপাদন জোরদার করার লক্ষ্যে এক দশক ধরে কর প্রণোদনা দেবে জাপান, বড় আকারের বিনিয়োগে কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে এমন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির সরকার।
যেসব প্রকল্পে মুনাফা অর্জন বেশ দুষ্কর এমন খাতে কর সহায়তার মাধ্যমে বিভিন্ন কোম্পানির জন্য জাপানে বিনিয়োগ করা সহজতর করা করাই পরিকল্পনাটির লক্ষ্য। একে জাপান সরকার পরিবেশবান্ধব রূপন্তরের মতোই কৌশলগত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছে, প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কোয়ালিশন কোমেতিও পার্টি ২০২৪ অর্থ বছরেই কর মওকুফসহ পুরো কর কাঠামোতে পরিমার্জন আনবে, যা বৃহস্পতিবার চূড়ান্ত করা হবে, অবগত সূত্রের বরাত দিয়ে বলেছে রয়টার্স।
প্রতিটি বৈদ্যুতিক গড়ি এবং হাইড্রোজেন জ্বালানি চালিত গাড়িতে দুই হাজার সাতশ ৫৫ ডলারের কর মওকুফের কথাও অন্তর্ভুক্ত রয়েছে পরিকল্পনাটির নথিতে। সেইসঙ্গে হাইব্রিড গাড়ির জন্য এর অর্ধেক পরিমাণ ছাড় ধার্য করা হয়েছে।
১০ বছরের কর মওকুফ পাবে সম্ভাব্য এমন খাতের মধ্যে রয়েছে সিলকন কার্বাইড চিপের মতো সেমিকন্ডকটর শিল্প, এভিয়েশন সেক্টরে পরিবেশবান্ধব জ্বালানি, পরিবেশ বান্ধব ইস্পাত এবং পরিবেশ বান্ধব রাসায়নিক। এর পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির মধ্যে গাড়ির ব্যাটারিও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতি অর্থ বছরে সেমিকন্ডাকটর খাতের কর্পোরেট আয় বিশ শতাংশ এবং তালিকাভুক্ত অন্যান্য খাত ৪০ শতাংশ কর প্রণোদনা পাবে।
প্রতি বছরের ডিসেম্বরে প্রস্তাবিত কর সংশোধনে ক্ষমতাশীন কোয়ালিশনের রাজনৈতিক সমর্থনের পর বসন্তে তা পুনর্মূল্যায়ন করে জাপান সরকার।