বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসায় বিশাল অনুদান সুগা’র
জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য সুগা দাঁড়ালেন অটিজমে আক্রান্ত শিশুদের পাশে। এই র্যাপার-গীতিকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য দান করেছেন ৫০০ কোটি ওন (কোরীয় মুদ্রা)। এই অর্থে সিউলের সেভেরান্স হাসপাতালে তৈরি হবে সুগার নামে একটি চিকিৎসাকেন্দ্র। এখানে দেওয়া হবে বিশেষ শিশুদের মানসিক স্বাস্থ্যসেবা।