হরেক রকমের ব্যাটারির রিকশা
রাজধানীর ঢাকার অলিগলির পাশাপাশি প্রধান সড়কেও অবাধে চলছে রঙ-বেরঙের ব্যাটারির রিকশা। প্যাডেলের রিকশার চেয়ে দ্রুতগতির এ বাহনের সুনির্দিষ্ট কাঠামো নেই, তৈরি হচ্ছে ইচ্ছামতো, একেকটি একেক রকম। দ্রুত গতি, দুর্বল নিয়ন্ত্রণ ক্ষমতা, অদক্ষ চালক আর উল্টোপথে চলার কারণে বিভিন্ন সময়ে ঘটছে দুর্ঘটনা।