০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
“সাবধান করে দিয়ে বলতে চাই, দেশ রক্তপাতের দিকে এগোচ্ছে”, বলেন অলি আহমদ।
“ভারতে যাওয়ার পর অনেকে অনৈতিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অতীতে অনেকে জড়িয়েছেন, যেমন এরশাদ।”
শেখ হাসিনা ও তাদের মন্ত্রী-উপদেষ্টাদের নামে বিভিন্নস্থানে থাকা নামফলক তুলে ফেলা এবং প্রতিষ্ঠানের নামকরণ পরিবর্তনের দাবি জানান অলি।
“১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ওপর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না,” গণভবনকে জাদুঘর করা প্রসঙ্গে বলেন তিনি।