০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
“স্কাউটস এক মস্ত বড় সুযোগ, পৃথিবীকে আবিষ্কার করার; তার চাইতে বড় নিজেকে আবিষ্কার করার,” বলেন তিনি।
সকাল সাতটার দিকে ট্রেনটি যাত্রা শুরু করে অজানা গন্তব্যে। বন্ধ করে দেয়া হয় ট্রেনের দরজা-জানালাগুলো। বগির ভেতর সবাই ভয়ে জড়সড়। কিলোতিনেক চলার পর ট্রেনটি গোলাহাটে এসে থেমে যায়। এরপরই শুরু হয় সেই নারকীয় হত্যার উৎসব।