ফ্রিজের ‘ক্রিসপার ড্রয়ারে’ যা যা রাখা যাবে
ফ্রিজের ভেতরে আছে বিভিন্ন অংশ; সেগুলোর রয়েছে আলাদা আলাদা কাজ। ফ্রিজের গুরুত্বপূর্ণ একটি অংশ হল ‘ক্রিসপার ড্রয়ার’; যা সবজির ড্রয়ার নামেও পরিচিত। এই ড্রয়ারের সঠিক ব্যবহার করলে সবজির পাশাপাশি ফলমূলও থাকে টাটকা ও নিরাপদ।