০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
“আমরা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে অগ্রসর হয়েছি, তার নিপীড়ন মোকাবিলা করেছি সকলেই,” বলেন তিনি।
“তারা সামান্য ভুল করেছে; ওনাদের দলের নাম হওয়া উচিৎ আমজনতার শত্রু পার্টি”, বলেন আমজনতার দলের সাধনা মহল।
‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’র নামকরণ নিয়ে ইসিতে প্রতিবাদ জানিয়েছে ‘আমজনতার দল’। তাদের প্রশ্ন, কালো টাকার রাজনীতি করা ডেসটিনির মালিক কিভাবে দল গঠন করে?
মিয়া মশিউজ্জামান বলেন, আমজনতার দলের মূলনীতি তিনটি। এগুলো হচ্ছে- সার্বভৌমত্ব, স্বনির্ভর ও সুশাসন।